মক্কা-মদীনার অবমাননা সম্পর্কিত আপত্তির উত্তর


আহমদীয়া মুসলিম জামাতের বিরুদ্ধে প্রকাশিত প্রায় সব পুস্তক-পুস্তিকাতে হযরত মির্যা সাহেবের উপর এই অপবাদ দেয়া হয়েছে যে, হযরত মির্যা সাহেব কাদিয়ানকে মক্কার সমান বলেছেন এবং কাদিয়ানকে হেরেম বলেছেন। কাদিয়ানের মসজিদকে ‘মসজিদে আকসা’ বলেছেন, সাহেবযাদা আবৃদুল লতীফকে কাদিয়ানে এসে হজ্জ করতে বলেছেন ইত্যাদি।

উত্তর: উপরোক্ত অপবাদগুলো সত্যকে লুকানো এবং বিভ্রান্তি সৃষ্টির জন্য করা হয়েছে। হযরত মির্যা সাহেবের অদ্বিতীয় আশেক রসূল কীভাবে এরূপ কথা বলতে পারেন, তা কল্পনাও করা যেতে পারে না। এসব মিথ্যার পাহাড় যে, কীভাবে গড়া হয়েছে, তা-ও আবার আল্লাহ্ ও রসূল করীম (সঃ)-এর নামে তা ভাবতে অবাক লাগে। হযরত মির্যা সাহেব তার এক ফারসী কবিতায় লিখেছেনঃ

অর্থাৎ হযরত মুহাম্মদ (সঃ)-এর সৌন্দর্যে আমার হৃদয় ও আত্মা কুরবান। হযরত
মুহাম্মদ (সঃ)-এর বংশধরদের গলিতে আমি ধূলো হয়ে বিলীন হয়ে যেতে চাই।

তিনি তার এক আরবী “কসীদাতে” লিখেনঃ

অর্থাৎ হেদায়াতের সূর্য আমাদের জন্য মক্কা হতে উদিত হয়েছে। দানশীলতার
ঝরণা আমাদের জন্য হেরা গুহা হতে উৎসারিত হয়েছে। পৃথিবীর সূর্য তারই কিছু নূরের সাথে সামঞ্জস্য রাখে। যখন তার সূর্যের আলোর কিরণকে দেখি অঝোরে কাদতে লাগি।”

হযরত মির্যা সাহেব তার কবিতার পংক্তিতে কাদিয়ানকে “হারম” বলেছেন। যারা
সাহিত্য চর্চা করেন তারা জানেন যে, তাদের ভাষার বহু শব্দ রূপকভাবে ব্যবহার করা
হয়। “হারম” শব্দ আরবী এবং উর্দু ভাষায় শ্রদ্ধেয় ও পূত-পবিত্র অর্থেও ব্যবহৃত হয়। এমনকি স্ত্রীকেও হারম বলা হয়। সুতরাং হযরত মির্যা সাহেব তার কাব্যে কাদিয়ানকে হারম আখ্যা দিয়েছেন এতে আপত্তি কিসের?

লাহোরে (পাকিস্তান) হযরত দাতাগঞ্জ বখশ (রহঃ)-এর নামে নির্মিত মসজিদ এর
দরজায় আল্লামা ইকবালের কবিতার পংক্তি লেখা আছেঃ

অর্থাৎ মু’মিনগণ এ বছর হারম বানিয়েছেন তা দেখে আকাশ হতে জিবরীল (আঃ)
ঘোষণা দিচ্ছেন ‘মসজিদে আকসা’কে স্বচক্ষে দেখ যার সম্বন্ধে আমরা বলেছি যার
চতুর্দিককে কল্যাণমন্ডিত করা হয়েছে।

আল্লামা ইকবাল আরও লিখেনঃ

অর্থাৎ গৌতমের ভূমি জাপানের “হারম।”

তাযকেরাতুল আওলিয়াতে (উর্দু) ৩৩৮ পৃষ্ঠায় হযরত যুনায়েদ বাগদাদীর বয়ান আছে – “তোমার এই হৃদয় খোদার “হারম”।

প্রখ্যাত বুযর্গ হাজী ইমদাদুল্লাহ্ মুহাজের মক্কী লিখেন (ইনি দেওবন্দীদের সম্মানিত ব্যক্তি আহমদীয়া মুসলিম জামাতের বিরুদ্ধবাদীদেরও অত্যন্ত সম্মানিত ব্যক্তি)

অর্থাৎ এই ফকীর যেখানে থাকবে, সেখানেই মক্কা, মদীনা ও রওযা [হুযুর
(সঃ)-এর কবর! (খায়রুল ইফদাত-মালফুযাতে মাওলানা আশরাফ আলী থানভী)।

আর একটি উদ্ধৃতি দেখুন মৌলানা রশীদ আহমদ সাহেব গঙ্গোহীর মৃত্যুতে শেখুল হিন্দ মৌলভী মাহমুদুল হাসান সাহেব যে মর্সিয়া লিখেন, তার কিছু পংক্তি নিম্নে দিলাম, “হিন্দু জাতির মুখে আজ আবার হবল”হবল বোধ হয় উচ্চারিত হচ্ছে। তাই মুসলিম জগতে আবার ইসলামের প্রতিষ্ঠাতার দ্বিতীয় আবির্ভাব হয়েছে।”

“যাদের খোদা-পরিচিতির উদ্যম ও কামনা ছিল, কা’বা শরীফের তওয়াফ করার
সময়ও তারা গঙ্গোহীর’ (মৌলানা আব্দুর রশীদ আহমদ গঙ্গোহীর দরবারে) রাস্তা
জিজ্ঞেস করে।”

সহৃদয় পাঠকবৃন্দ! খোদা-ভীতিকে মনে রেখে চিন্তা করুন, আজ যে সকল
ওলামারা আহমদীয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মক্কা ও মদীনার অবমাননার অপবাদ দেন, তাদের সম্মানিত বুযর্গানের (আমরাও তাদের সম্মান করি) উপরোক্ত অভিব্যক্তিও কি তাহলে প্রমাণ করে যে, তারা মক্কা মদীনার অবমাননা করেছেন ? যদি তা না হয়, তাহলে উপরোক্ত উদ্ধৃতিগুলোর যে অর্থ নেয়া হবে, হযরত মির্যা সাহেবের বেলাতেও তা নিতে হবে।

হযরত মির্যা সাহেবের উপর মক্কা মদীনার অবমাননা সম্বন্ধে আরও একটি উদ্ধৃতি
দেয়া হয় যে, তিনি লিখেছেন, “মক্কা ও মদীনার দুধ শুষ্ক হয়ে গিয়েছে” । আমার
আবেদন হযরত মির্যা সাহেব এই উক্তিটি কোথায় করেছেন? কোন পুস্তকে? কত পৃষ্ঠায়? যদি এই অপবাদটি সত্য বলে গণ্য করাও হয়, তাতেও আপত্তির তেমন কিছুই নেই। স্বয়ং হযরত নবী করীম (সঃ) এ কথা বলে গেছেন। (দুধ শুষ্ক হওয়া অর্থ আধ্যাত্মিক অবনতি হওয়া) মিশকাত কিতাবুল ইলমে রেওয়ায়াত আছে যেখানে হুযুর (সঃ) বলেছেন,

অর্থাৎ “ইমাম মাহদীর আগমনকালে তাদের মসজিদগুলি আড়ম্বরপূর্ণ হবে কিন্তু
হেদায়াতশন্য হবে।” এই হাদীস কি প্রমাণ করে না যে, দুনিয়ার সকল মসজিদ
হেদায়াতপূন্য হবে? হযরত রসূল করীম (সঃ) তো এ-ও বলেছেন, “ঈমান সুরাইয়া নক্ষত্রে চলে যাবে।” অতএব, প্রমাণ হলো মক্কা মদীনার দুধ শুষ্ক হবার অর্থ হবে যে, সেখানেও হেদায়াত দানকারী ব্যক্তি থাকবে না, যে আধ্যাত্মিক দুগ্ধ পান করাবে!

হযরত মির্যা সাহেবের উপর এই অপবাদ দেযা হয় যে, তিনি কাদিয়ানে হজ্জ করতে বলেছেন। অথবা বলা হয় যে, আহমদীদের হজ্জ হয় কাদিয়ানে। এই অপবাদটি অতি বড় মিথ্যা ও জাজ্বল্যমান জালিয়াতি! আহমদীয়া জামাতের ধর্ম-বিশ্বাস এই জামাতের প্রকাশিত প্রায় সকল পুস্তক-পুস্তিকায় লিপিবদ্ধ হয়েছে। সুধী পাঠকবৃন্দ তা অনায়াসে দেখতে পারেন। আহ্মদীয়া মুসলিম জামাতের প্রথম খলীফা ও দ্বিতীয় খলীফা এবং আরও গণ্যমান্য ব্যক্তিবর্গও বায়তুল্লাহ্ (কা’বা) শরীফের হজ্জ করেছেন। সুতরাং সাহেবযাদা আবদুল লতীফ সাহেবকে কাদিয়ানে হজ্জের জন্য বলা, কথাটি সম্পূর্ণভাবে মনগড়া মিথ্যা।

তবে এটা জানা আবশ্যক যে, সূফীগণ বুযর্গদের দর্শনকেও হজ্জ বলে আখ্যায়িত
করেছেন। যেমন বড় পীর গাওসুল আযম আব্দুল কাদের জীলানী (রহঃ) তাঁর পুস্তক “আল্ ফাতহুর রব্বানী’র ৪৩তম মজলিসে বলেন,

অর্থাৎ মুর্খ প্রথমে আমার হজ্জ কর; তারপরে বায়তুল্লাহ্র হজ্জ কর। আমি কা’বার
দরজা। আমার নিকট আইস।

সুলতানুল মাশায়েখ হযরত আবুল হাসান খিরকানী (রহঃ) বলেন,

অর্থাৎ এক মু’মিন ব্যক্তির যিয়ারত (দর্শন)-এর সওয়াব একশ’ মকবুল হজ্জেও পাবেন না। (জহুরুল আসফিয়া, ৫০৪ পৃষ্ঠা)

‘তাযকেরাতুল আওলিয়াতে হযরত বায়েযীদ বুস্তামী (রহঃ), হযরত রাবেয়া বসরী
(রহঃ) এবং আরও অন্যান্য বুযর্গানের অনুরূপ বর্ণনা রয়েছে। হযরত রসূল করীম (সঃ) বলেছেনঃ

অর্থাৎ যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোন অভাবকে পুরণ করে দিবে, তার
জন্য হজ্জকারী ব্যক্তির মতই পুরস্কার রয়েছে (জামেউস সগীর লিস্ সৃউতী, দ্বিতীয় খণ্ড, ১৭৮ পৃঃ)

 

অন্যান্য উত্তর

মাসিক মদীনা পত্রিকার প্রশ্নোত্তরের কলামের উত্তর – ইমাম মাহদীর আগমন ও নিদর্শন স্বরূপ চন্দ্র ও সূর্যগ্রহণ

মাসিক মদীনার মিথ্যাচারের উত্তর – পবিত্র কুরআনের কিছু অংশ ছেটে ফেলা এবং ঈসা (আঃ)-কে শূলীবিদ্ধ করে মেরে ফেলা হয়েছে

ইসলামী প্রতীকসমূহের ব্যবহার আহ্‌মাদী ফিরকার জন্য আইনতঃ নিষিদ্ধ হওয়া উচিত কি?

মাসিক মদীনায় প্রকাশিত “আহমদী সম্প্রদায় : আমার বক্তব্য” – আপত্তির উত্তর

ঈসা (আ.) কি আসবেন? – মাসিক মদিনায় প্রকাশিত প্রশ্নের উত্তর

মাসিক মদীনা পত্রিকায় “কাদিয়ানী মতবাদ একটি ফেৎনা” শীর্ষক প্রবন্ধের সংক্ষিপ্ত উত্তর

হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.)-এর মৃত্যু কিভাবে হয়েছিল?

হযরত মির্যা সাহেবের মৃত্যুতে বিখ্যাত মনীষীরা কি বলেছিলেন?

মৌলবী সানাউল্লাহ অমৃতসরীর পরিণাম কি হয়েছিল?

মির্যা সাহেবের মৃত্যু সম্পর্কিত অপবাদ খণ্ডন

মাসিক মদীনা: ওহী ইলহামের দরজা হযরত মুহাম্মদ (সঃ)-এর ইন্তিকালের পর বন্ধ হয়ে গেছে?

আহমদীরা মীর্যা গোলাম আহমদকে হযরত মোহাম্মাদ (দঃ)-এর পরিবর্তে শেষ নবী বলে মনে করেন – ভ্রান্ত ধারণার অপনোদন

অভিযোগ: মুহাম্মদী বেগম সাথে বিয়ের ভবিষ্যদ্বাণীর অপূর্ণতার অভিযোগ

দ্বিতীয় অভিযোগ: কাদিয়ানীদের বিশ্বাস ও বক্তব্য: “আমি মুহাম্মদ (সা:) থেকে উত্তম নবী”

তৃতীয় অভিযোগ: “আমি নতুন শরীয়তপ্রাপ্ত নবী” (আরবাঈন, পৃষ্ঠা-৩)

চতুর্থ অভিযোগ: “আমাকে যারা নবী মানে না তাদের মায়েরা বেশ্যা” (আয়নাতে কামালাত পৃঃ ৫৪৭)।

ষষ্ঠ ও সপ্তম অভিযোগ: “আমি আল্লাহ্‌র সন্তান” ‘আমিই আল্লাহ্’

অষ্টম অভিযোগ: *আয়াতগুলি গোলাম আহমদ কাদিয়ানীর শানে অবতীর্ণ হয়েছে।

নবম অভিযোগ: ‘কাদিয়ানীর ওহী কুরআনের চাইতেও বেশী সম্মানের উপযোগী’

অভিযোগ: প্রসঙ্গ মসজিদে জেরার

প্রথম অভিযোগ: কাদিয়ানীদের বিশ্বাস বক্তব্য: “আমিই খাতামুল আম্বিয়া।”

দশম ও শেষ অভিযোগ: “কাদিয়ানীকে সমগ্র বিশ্বের জন্য রহমত করে পাঠানো হয়েছে।”

পঞ্চম অভিযোগ: আমার প্রতি ঈমান না আনার কারণে সে কাফের হয়ে যাবে

খতমে নবুওয়তের অস্বীকারকারী কে?

মুসলমানদের ঈমান কি তাসের ঘর যে ফুঁ দিলেই উড়ে যাবে?

আহমদীয়া মুসলিম জামা’তের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট আপত্তির জবাব

খোদা হবার দাবী সম্পর্কিত আপত্তির উত্তর

হযরত ঈসা (আ.)-এর অবমাননা সম্পর্কিত আপত্তির উত্তর

হযরত রসূল করীম (সাঃ)-এর অবমাননা সম্পর্কিত অপবাদ ও উহার খন্ডন

হযরত ফাতেমা (রাঃ) ও আহলে বয়াতের অবমাননা সম্পর্কিত আপত্তির উত্তর

ইসলামের পরিভাষার অবৈধ ব্যবহার সম্পর্কিত আপত্তির উত্তর

কুফরী মতবাদ (কলেমা এবং খোদার সন্তান তুল্য) বিষয়ক আপত্তির উত্তর

নবী-রসূল হবার দাবী বিষয়ক আপত্তির উত্তর

‘বৃটিশ সরকারের রোপিত বৃক্ষ’ বিষয়ক প্রচারণার উত্তর

হযরত মির্যা সাহেব জেহাদ রহিত করেছেন – সম্পর্কিত আপত্তির উত্তর

আপত্তি: মির্যা সাহেব রসূল (সা.)-কে হেলাল এবং নিজেকে বদর আখ্যা দিয়েছেন

আপত্তি: মির্যা সাহেব লিখেছেন, তার সিংহাসন সবার ওপরে

আপত্তি: মির্যা সাহেব নিজেকে দরুদ শরীফের মধ্যে অন্তর্ভূক্ত করেছেন

আপত্তি: মির্যা সাহেব লিখেছেন ইয়ালাস খোদাতা’লার নাম

আপত্তি: মির্যা সাহেবের উপর অন্য ভাষায় ইলহাম হল কেন?

আপত্তি: মির্যা সাহেব বলেছেন, মাহদীর মাধ্যমে মহানবী (সা.) এর দ্বিতীয় আগমন হবে

আপত্তি: মির্যা সাহেব নতুন নবুয়্যত, ধর্ম, কিবলা, নামায এবং কুরআন বানিয়েছেন

আপত্তি: মির্যা সাহেবের কথা- একটি নতুন বাহন আবিষ্কার হবে যা আগুন দ্বারা চলবে

আপত্তি: মির্যা সাহেব বলেন, কুরআনে তাঁর নাম ইবনে মরিয়ম রাখা হয়েছে

আপত্তি: মির্যা সাহেব রেশমী লুঙ্গি পরিধান করেছিলেন যা হারাম

আপত্তি: মির্যা সাহেব নিজেকে মুহাম্মদ রসূলুল্লাহ বলেছেন

আপত্তি: মির্যা সাহেব নিজেকে মরিয়ম দাবি করেছেন

আপত্তি: চন্দ্র-সূর্যগ্রহণের হাদিসটি রসূলুল্লাহ্‌ (সা.)-এর বক্তব্য নয়

আপত্তি: নামাযে যখন ওহী হত তিনি অস্থির হয়ে নামায ছেড়ে দিতেন

আপত্তি: মির্যা সাহেবের শিক্ষক থাকার কথা তিনি অস্বীকার করেছেন

আপত্তি: মির্যা সাহেব কলেরায় টয়লেটে পড়ে মারা গেছেন

আপত্তি: মির্যা সাহেব মদ ও আফিমের নেশায় মত্ত ছিলেন

আপত্তি: মির্যা সাহেব কেন ছবি তুলেছেন?

আপত্তি: মির্যা সাহেব কেন বইপুস্তক লিখলেন, কোন নবী তো বই–পুস্তক লিখেননি।

আপত্তি: মির্যা সাহেব কেন হজ্জ করেন নি

আপত্তি: মির্যা সাহেব মসীহ মওউদ হওয়ার দাবি করে অস্বীকারও করেছেন

আপত্তি: মির্যা সাহেব নিজেকে মানুষও আখ্যা দেন নি

আপত্তি: মির্যা সাহেব অ-আহমদীদেরকে কাফের বলেছেন

আপত্তি: মির্যা সাহেব লিখেছেন যে, কুরআন ও হাদিসে প্লেগের ভবিষ্যদ্বাণী রয়েছে

আপত্তি: মির্যা সাহেব তার অস্বীকারকারীদের কাফের আখ্যায়িত করেন

আপত্তি: মির্যা সাহেব কবিতা লিখেছেন আর নবী কখনও কবি হয় না

আপত্তি: মির্যা সাহেব ঈসা (আ.)-এর মুজেজার অদ্ভুত ব্যাখ্যা করেছেন

আপত্তি: হযরত মির্যা সাহেব খোদা তা’লার পিতা হবার দাবী করেছেন

আপত্তি: আব্দুল হাকীম সাহেবের তফসীর সম্পর্কে তিন ধরণের কথা

আপত্তি: তার নিজের কথা অনুযায়ী তিনি মুহাদ্দাসও নন নবীও নন

আপত্তি: দাজ্জাল সম্পর্কে মির্যা সাহেবের বিভিন্ন ধারণা রয়েছে

আপত্তি: মির্যা সাহেব শরীয়তবাহী নবী হবার দাবী করেছেন

আপত্তি: যদি পূর্ণাঙ্গীন মুহাম্মদকে দেখতে চাও গোলাম আহমদকে দেখে যাও

আপত্তি: হাজার লানত প্রসঙ্গ

আপত্তি: মুজাদ্দেদ আহমদ বেরলভি(রহ.) শিখদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন

আপত্তি: মির্যা সাহেব জিহাদ রহিত করেছেন

আপত্তি: মির্যা সাহেব নবী হবার দাবি করেছেন

আপত্তি: মির্যা সাহেব মুজাদ্দেদে আলফে সানীর উদ্ধৃতি বিকৃত করেছেন

আপত্তি: বৃটিশ সরকারের অধীনে যে নিরাপত্তা পাচ্ছি তা মক্কা মদীনায়ও সম্ভব নয়

আপত্তি: নফল হজের চেয়ে কাদিয়ানে যাওয়ার সওয়াব বেশি

আপত্তি: ছায়া হজ্জ বাদে (কাদিয়ানের জলসা) মক্কার হজ্জ রসহীন

আপত্তি: মক্কা ও মদীনা সম্পর্কে অমর্যাদাকর বক্তব্য

আপত্তি: ফাতিমার বংশ থেকে কোন মাহদী আসবে না

আপত্তি: অন্য হাদীসকে ডাষ্টবিনের ময়লার মত নিক্ষেপ করি

আপত্তি: কুরআনে যে ভুলগুলো সংঘটিত হয়েছে আমি তা চিহ্নিত করতে এসেছি

আপত্তি: মির্যা সাহেবের ওহীর সমষ্টির নাম কুরআনেরই একটি নাম

আপত্তি: আমার দ্বারা সেসব বিষয় প্রকাশিত হবে যা কুরআন দ্বারা প্রকাশিত হয়েছে

আপত্তি: মির্যা সাহেব তার প্রতি অবতীর্ণ ওহীর প্রতি কুরআনের মত ঈমান রাখেন

আপত্তি: কুরআন ধরাপৃষ্ঠ থেকে উঠে গিয়েছিল

আপত্তি: স্বীকার করতেই হবে যে কুরআন শরিফ অশ্লীল গালি দিয়ে ভর্তি

আপত্তি: কুরআন আল্লাহ্‌র কিতাব ও আমার মুখের কথা

আপত্তি: কুরআনকে আমি কাদিয়ানের কাছে অবতীর্ণ করেছি

আপত্তি: যদি মূসা ও ঈসা জীবিত হত তাহলে মসীহের আনুগত্য তাদের অবশ্যই করতে হত

আপত্তি: সমস্ত রাসূল আমার জামার মধ্যে গোপন হয়ে আছে

আপত্তি: সব নবী ইজতেহাদী ভুলের স্বীকার হয়েছেন

আপত্তি: মির্যা সাহেবের আধ্যাত্মিক মর্যাদা এত বড় হয় কীভাবে

আপত্তি: হযরত ঈসা (আ.) মদ পান করতো

আপত্তি: এই ওহীতে আল্লাহ্ আমার নাম মুহাম্মদ রেখেছেন

আপত্তি: মুহাম্মদ পুনরায় আগমন করেছেন আমাদের মধ্যে

আপত্তি: দিবালোকের ন্যায় স্পষ্ট যে নবুওয়তের দরজা খোলা

আপত্তি: আলামত, মোজেযা, কারামত এবং খরকে আদত সব একই

আপত্তি: মুহাম্মদ (সা.)-এর তেজোদ্দীপ্ত কিরণ প্রকাশের সময় নেই

আপত্তি: কাশফের অবস্থা এভাবে চেপে বসল যে, নিজেকে মহিলা মনে হল

আপত্তি: তোমাকে একজন ছেলের সংবাদ দিচ্ছি যার সাথে খোদা প্রকাশিত হবে

আপত্তি: মিকাইল অর্থ খোদার মত

আপত্তি: তুমি যে কাজের ইচ্ছা কর তা তৎক্ষণাৎ হয়ে যায়

আপত্তি: আল্লাহ্ নিজের ওয়াদা মত কাদিয়ানে অবতীর্ণ হবেন

আপত্তি: মির্যা সাহেব বলেন, আমি (আল্লাহ্) চোরের মত গোপনে আসবো

আপত্তি: মুহাম্মদী বেগম এবং আহমদ বেগ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়নি

আপত্তি: আমি মক্কা বা মদীনায় মৃত্যুবরণ করবো

আপত্তি : মির্যা সাহেব সিনেমা দেখতে যেতেন

আপত্তি: মির্যা কাদিয়ানী কাজের মহিলাকে দিয়ে রাতে পা টিপাতেন

আপত্তি : মির্যা কাদিয়ানী কখনও কখনও যিনা-ব্যভিচার করতেন (নাউযুবিল্লাহ্‌)

আপত্তিঃ মির্যা সাহেব হিন্দুদের ক্ষেপিয়ে দিয়েছিলেন

আপত্তি: রসূলুল্লাহ্ (সা.) এর জন্মের পর তার বাবা ইন্তেকাল করেন

আপত্তি : তিনি ইসলামী বছরের দ্বিতীয় মাসকে চতুর্থ মাস লিখেছেন

আপত্তি : ১৮৫৭ সালে কুরআন আসমানে উঠানো হবে

আপত্তি : কুরআনের বক্তব্য অনুযায়ী ধর্মযুদ্ধ হারাম

আপত্তি : মক্কা মদীনায় রেলের রাস্তা তৈরি হচ্ছে

আপত্তি : পূর্বেকার নবীগণের কাশফ অনুযায়ী চতুর্দশ শতাব্দির শুরুতে জন্ম

আপত্তি: শেষ যুগে মুহাম্মদ (সা.) দুনিয়াতে আবার আসবেন

আপত্তি : মসীহের যুগে রেলগাড়ী আবিষ্কৃত হবে

আপত্তি : আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত দুনিয়ার বয়স ৭ হাজার বছর

আপত্তি : ইমাম মাহদীর কিতাবে ৩১৩ জন সাথীর নাম থাকবে

আপত্তি : ভারতে একজন কাল রংয়ের নবী এসেছিলেন তার নাম কাহেন

আপত্তি : হাদীসে আছে, মসীহ্‌ ছয় হাজার সালে জন্ম নিবেন

আপত্তি : হাদীসে আছে আগত মাসীহ্ জুলকারনাইন হবে

আপত্তি : মসীহ্ (আ.) আসলে তাকে লাঞ্ছিত করা হবে… কুরআন ও হাদীসে এমন কথা আছে

আপত্তি : সহীহ্ হাদীসসমূহে আছে, মসীহ শতাব্দির শুরুতে আসার কথা

আপত্তি: আহমদীরা খতমে নবুওত অস্বীকারকারী

আপত্তি: মির্যা সাহেব এমন নবুওতের দাবি করেছেন যা প্রকাশ্য কুফরি।

আপত্তি: হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) নবীগণের সাথে বে-আদবী করেছেন বা তাদের সম্মানে আঘাত হেনেছেন।

আপত্তি: হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) মুসলমানদেরকে কাফের বলেছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।

আপত্তি: ১৭ জুলাই ১৯২২ তারিখের আল-ফজলে আহমদীয়া জামাতের দ্বিতীয় খলীফা বলেছেন, ‘আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রত্যেকে উন্নতি করতে পারে এমনকি মুহাম্মদ (সা.)-এর চেয়েও বেশী উন্নতি করতে পারে।’

আপত্তি: আকমল নামের এক ব্যক্তির একটি কবিতার একটি লাইনে রয়েছে, ‘মুহাম্মদ আবার আমাদের মাঝে এসেছে, মর্যাদায় আগের চেয়ে সামনে বেড়ে পূর্ণাঙ্গীন মুহাম্মদকে যদি কেউ দেখতে চাও কাদিয়ানে এসে গোলাম আহমদকে দেখে যাও।’

আপত্তি- হাযা খালিফাতুল্লাহিল মাহদী বুখারীর হাদিস

আপত্তি: পাঁচ পঞ্চাশের সমান

আপত্তি: সত্য ধর্ম হলে মুরতাদ হয় কিভাবে? শামসুদ্দিন মুরতাদ ও মোল্লাদের উল্লাস।

আপত্তি: মির্যা সাহেব তার বিভিন্ন পুস্তকে ঈসা(আ.)-এর বিভিন্ন কবরের কথা উল্লেখ করেছেন, কোনটি সঠিক?

আপত্তি: মির্যা সাহেব উল্লেখ্য করেছেন যে, মুহাম্মদ (সা.)-এর ১১ পুত্র সন্তান ছিল

আপত্তি: মির্যা সাহেবের মিরাক তথা উন্মাদনার রোগ ছিল

আপত্তি: যে ব্যক্তি পিতার পেনশনের অর্থ চুরি করে খরচ করে সে কীভাবে ইমাম মাহদী হয়?

আপত্তি: মির্যা সাহেব বলেছেন মহানবী (সা.)-এর ১২ জন কন্যাসন্তান ছিলেন!

আপত্তি: মুহাম্মদী বেগম এবং মির্যা আহমদ বেগ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী পূর্ণ হয় নি

আপত্তি: স্বপ্নে দেখলাম, আমি খোদা এবং বিশ্বাস করলাম

আপত্তি: মির্যা সাহেবের মর্যাদা রসূলুল্লাহ্‌ সাঃ এর কাধ বরাবর (নাউযুবিল্লাহ্‌)

আপত্তি: রাসূল (সা.)-এর দ্বারা দ্বীন প্রচারের কাজ পরিপূর্ণভাবে হয়নি

আপত্তি: মির্যা সাহেব বিরূদ্ধবাদীদের গালি গালাজ করেছেন

আপত্তি: হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) মুসলমানদেরকে কাফের বলেছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন

আপত্তি: আল্লাহ্ আমার হাতে বয়াত গ্রহণ করেছেন

আপত্তি : আমার আলামত দশ লক্ষ। রসূলুল্লাহ্(সা.)-এর মু’জিযা তিন হাজার

হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.)-এর সঠিক বয়স প্রসঙ্গ