আপত্তি: মির্যা সাহেব নিজেকে মানুষও আখ্যা দেন নি


আপত্তি: মির্যা সাহেব নিজেকে মানুষও আখ্যা দেন নি বরং নিজেকে লাঞ্ছনার পাত্র বলে আখ্যায়িত করেছেন তিনি কিভাবে নবী হতে পারেন?

জবাব: হুজুর আলাইহিস সালামের এই পংক্তি তার নম্রতা ও বিনয়ের প্রতীক। একই ধরনের বিনয় হযরত দাউদ আলাইহিস সালামের মোনাজাতে রয়েছে। সুতরাং যাবুর অধ্যায় ২২ আয়াত ৬-তে লেখা আছে: আমি কীট, মানুষ না। আমি লোকদের উলঙ্গতা এবং জাতির নগ্নতা । স্বয়ং আ হযরত (সা.) বলেছেন, ما تواضع عبد الله الا رفعه الله যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট বিনয় অবলম্বন করে আল্লাহ তা’আলা তাঁর মর্যাদা উন্নীত করেন। একদা তিনি দোয়া করতে গিয়ে বলেন اني ذليل فاعزني আমি লাঞ্ছিত আমাকে সম্মান দাও। (মুস্তাদরাক হাকেম)

অন্যান্য উত্তর