আপত্তি: মির্যা সাহেব বলেছেন মহানবী (সা.)-এর ১২ জন কন্যাসন্তান ছিলেন!
আপত্তির উত্তর:
“দেখ, আমাদের নবীর ঘরে ১২ মেয়ের জন্ম হয়েছে।” (মলফূযাত, ৩য় খণ্ড, পৃ. ৩৭২)
প্রথম কথা হলো, এটি মলফূযাত ৩য় খণ্ড হতে নেয়া হয়েছে। পাঠকের জানা উচিত মলফূযাত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.)-এর নিজের লেখা কোন গ্রন্থ নয়। হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.)-এর কথা ও বক্তব্য শুনে সাহাবীগণ যা লিপিবদ্ধ করেছেন তার সংকলন।
উক্ত বর্ণনা যেই সাহাবী লিপিবদ্ধ করেছেন তিনি এই বক্তব্য তুলে ধরার শুরুতে (পৃষ্ঠা ৩৬৯) নিজে উল্লেখ করছেন, মহিলাদেরকে এই নসিহত তিনি তার বাড়িতে করছিলেন আর বাহির থেকে সাহাবী সেটি নোট করছিলেন। আর এই বর্ণনার শুরুতে বর্ণনাকারী নিজে লিখছেন,
“যেহেতু বাচ্চারাও মহিলাদের সাথে ছিল তাদের হৈচৈ এর কারণে প্রায়শই বক্তব্য শুনা বাধাগ্রস্ত হচ্ছিল। তাই যথাসাধ্য এটি নোট করা হয়েছে।”
বর্ণনাকারী নিজে এখানে ভুল হবার আশঙ্কা প্রকাশ করছেন।
হাদীস বর্ণনার ক্ষেত্রে আলেম-উলামা মাত্রই আসমাউর রিজাল-এর নীতি সম্পর্কে জ্ঞাত। অতএব যে বর্ণনায় বর্ণনাকারী নিজেই নিশ্চিত নয় এমন বর্ণনা থেকে আপত্তি উত্থাপন করা সম্পূর্ণ অনৈতিক। আর কোন আলেম এতে আপত্তি করতে পারে না।
অন্যান্য উত্তর
- আপত্তি: মির্যা সাহেব রসূল (সা.)-কে হেলাল এবং নিজেকে বদর আখ্যা দিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন, তার সিংহাসন সবার ওপরে
- আপত্তি: মির্যা সাহেব নিজেকে দরুদ শরীফের মধ্যে অন্তর্ভূক্ত করেছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন ইয়ালাস খোদাতা’লার নাম
- আপত্তি: মির্যা সাহেবের উপর অন্য ভাষায় ইলহাম হল কেন?
- আপত্তি: মির্যা সাহেব বলেছেন, মাহদীর মাধ্যমে মহানবী (সা.) এর দ্বিতীয় আগমন হবে
- আপত্তি: মির্যা সাহেব নতুন নবুয়্যত, ধর্ম, কিবলা, নামায এবং কুরআন বানিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেবের কথা- একটি নতুন বাহন আবিষ্কার হবে যা আগুন দ্বারা চলবে
- আপত্তি: মির্যা সাহেব বলেন, কুরআনে তাঁর নাম ইবনে মরিয়ম রাখা হয়েছে
- আপত্তি: মির্যা সাহেব রেশমী লুঙ্গি পরিধান করেছিলেন যা হারাম