আপত্তি: বৃটিশ সরকারের অধীনে যে নিরাপত্তা পাচ্ছি তা মক্কা মদীনায়ও সম্ভব নয়
আপত্তি: এই সরকারের (বৃটিশ সরকার) অধীনে যে নিরাপত্তা পাচ্ছি তা মক্কা মুয়াযযামা ও মদীনায়ও পাওয়া সম্ভব নয়। রোম সম্রাটের রাজধানী কুস্তুনতুনিয়ায় (কনস্টান্টিনোপল) এ নিরাপত্তা পাওয়া তো সম্ভবই নয়। (রূহানী খাযায়েন ১৫/১৫৬)
উত্তর: একেবারে সত্য কথা, মক্কা ও মদিনায় ব্যাখ্যাগত বিষয়ে ভিন্নমত পোষণকারী মুসলমানদের তখনও নিরাপত্তা ছিল না, আজও নিরাপত্তা নেই। হযরত মির্যা সাহেবের যুগে মক্কা ও মদীনা তুর্কী সুলতানের অধীনে ছিল। কেবল আহমদীদের কথা কেন বলবেন, সাংগঠনিকভাবে তবলীগি জামাতের কোন প্রতিষ্ঠান আজও কি সেখানে আছে? সেখানে কি জামায়াতে ইসলামীর কোন আনুষ্ঠানিক কার্যক্রম আছে? অথবা হেফাযতে ইসলামের কোন আনুষ্ঠানিক কার্যক্রম আছে? ওয়াহাবী মতাবলম্বী ছাড়া কেউ কি সেখানে আনুষ্ঠানিকভাবে মত প্রচার বা প্রকাশ করতে পারে?
বিষয়টি মক্কা মদিনাকে খাটো করার জন্য নয়, বরং মক্কা মদিনার আদর্শ হৃদয়ে ধারণ করে ইসলামের খাটি শিক্ষা প্রচার ও প্রসারে ব্রিটিশ সরকারের ধর্মনিরপেক্ষ নীতির অধীনে যে সুযোগ সুবিধা তিনি এবং মুসলমানরা লাভ করেছেন তার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এ কথা বলেছেন।
অন্যান্য উত্তর
- আপত্তি: মির্যা সাহেব রসূল (সা.)-কে হেলাল এবং নিজেকে বদর আখ্যা দিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন, তার সিংহাসন সবার ওপরে
- আপত্তি: মির্যা সাহেব নিজেকে দরুদ শরীফের মধ্যে অন্তর্ভূক্ত করেছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন ইয়ালাস খোদাতা’লার নাম
- আপত্তি: মির্যা সাহেবের উপর অন্য ভাষায় ইলহাম হল কেন?
- আপত্তি: মির্যা সাহেব বলেছেন, মাহদীর মাধ্যমে মহানবী (সা.) এর দ্বিতীয় আগমন হবে
- আপত্তি: মির্যা সাহেব নতুন নবুয়্যত, ধর্ম, কিবলা, নামায এবং কুরআন বানিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেবের কথা- একটি নতুন বাহন আবিষ্কার হবে যা আগুন দ্বারা চলবে
- আপত্তি: মির্যা সাহেব বলেন, কুরআনে তাঁর নাম ইবনে মরিয়ম রাখা হয়েছে
- আপত্তি: মির্যা সাহেব রেশমী লুঙ্গি পরিধান করেছিলেন যা হারাম