আপত্তি: মুহাম্মদ পুনরায় আগমন করেছেন আমাদের মধ্যে
আপত্তি : মুহাম্মদ পুনরায় আগমন করেছেন আমাদের মধ্যে। এবং পূর্বের থেকেও নিজ মর্যাদায় আরও বেশি অগ্রগতি অর্জন করেছেন। যে পূর্ণাঙ্গ মুহাম্মদকে দেখতে চাও সে কাদিয়ানে গোলাম আহমদকে দেখে যাও। (কাব্যের অনুবাদ) (বদর, কাদিয়ান, ২৫-১০-১৯০৬) তাহলে কাদিয়ানী বন্ধুদের নিকট কি মির্যা সাহেব পূর্ণাঙ্গ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপূর্ণাঙ্গ। উল্লেখ্য, বদর কাদিয়ানীদের সম্পাদিত উর্দু পত্রিকা।
উত্তর : কাজী আকমল সাহেবের একটি পংক্তি তুলে ধরে পুরনো কাশুন্দি ঘেটেছেন আমাদের আল্লামা সাহেব। এই উদ্ধৃতিতে কাজী আকমল সাহেবের কবিতার যে পঙক্তির উল্লেখ করা হয়েছে এই অংশটি হযরত মির্যা বশীর উদ্দীন মাহমুদ আহমদ, খলীফাতুল মসীহ সানি (রা.)-এর সামনে উপস্থাপন করা হলে তিনি বলেছেন, এ কবিতায় ব্যবহৃত শব্দগুলো অপছন্দনীয় এবং রসূলুল্লাহ(সা.) এর জন্য অবমাননাকর। (আলফজল ১৯শে আগষ্ট ১৯৩৪ পৃষ্ঠা নম্বর ৫)
অতএব আল্লামা প্রকৃতপক্ষে যে বিষয়টি উত্থাপন করেছেন আহমদীয়া জামাতের দ্বিতীয় খলীফা বহু পূর্বেই সে কথা বলে দিয়েছেন। এ নিয়ে আমাদের মাঝে দ্বিমত নেই। প্রায় শত বছর ধরে বিরুদ্ধবাদীদের এই উত্তর দেয়া হচ্ছে ‘আল্লামা’ তাহলে জেনে-বুঝে মানুষকে বিভ্রান্ত করছেন!
অন্যান্য উত্তর
- আপত্তি: মির্যা সাহেব রসূল (সা.)-কে হেলাল এবং নিজেকে বদর আখ্যা দিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন, তার সিংহাসন সবার ওপরে
- আপত্তি: মির্যা সাহেব নিজেকে দরুদ শরীফের মধ্যে অন্তর্ভূক্ত করেছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন ইয়ালাস খোদাতা’লার নাম
- আপত্তি: মির্যা সাহেবের উপর অন্য ভাষায় ইলহাম হল কেন?
- আপত্তি: মির্যা সাহেব বলেছেন, মাহদীর মাধ্যমে মহানবী (সা.) এর দ্বিতীয় আগমন হবে
- আপত্তি: মির্যা সাহেব নতুন নবুয়্যত, ধর্ম, কিবলা, নামায এবং কুরআন বানিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেবের কথা- একটি নতুন বাহন আবিষ্কার হবে যা আগুন দ্বারা চলবে
- আপত্তি: মির্যা সাহেব বলেন, কুরআনে তাঁর নাম ইবনে মরিয়ম রাখা হয়েছে
- আপত্তি: মির্যা সাহেব রেশমী লুঙ্গি পরিধান করেছিলেন যা হারাম