আপত্তি: যদি পূর্ণাঙ্গীন মুহাম্মদকে দেখতে চাও গোলাম আহমদকে দেখে যাও


আপত্তি: “মুহাম্মদ আবার আমাদের মাঝে এসেছে, মর্যাদায় আগের চেয়ে সামনে বেড়ে যদি পূর্ণাঙ্গীন মুহাম্মদকে দেখতে চাও কাদিয়ানে এসে গোলাম আহমদকে দেখে যাও।”

উত্তর: আকমল নামের এক ব্যক্তির একটি কবিতার একটি লাইনে এ কথা রয়েছে। এ বক্তব্য মির্যা সাহেবের নয়, আহমদীয়া জামাতের কোন খলীফারও নয়। অতএব এই অভিযোগটি আহমদীয়া জামাতের বিরুদ্ধে আরোপিত হতে পারে না। এরপরও এই কবিতাংশটি যখন আহমদীয়া জামাতের দ্বিতীয় খলীফা হযরত মির্যা বশীরউদ্দীন মাহমুদ (রা.)-এর সামনে উপস্থাপন করা হয় তিনি উত্তরে বলেন, যদি এতে উন্নত মর্যাদা বুঝানো হয়ে থাকে তাহলে এমন বিশ্বাস নিঃসন্দেহে কুফরী।” এরপর স্পষ্ট করে বলেছেন, যে অর্থেই এমন শব্দ ব্যবহার করা হোক না কেন এটি চরম অপছন্দনীয় ও বেআদবী (আলফজল, ১৯ আগস্ট ১৯৩৪)।

যারা এত ঘাটাঘাটি করে আপত্তি করার সুযোগ খুঁজে বের করছে তারা কি এর প্রতিক্রিয়া দেখে নি। নিশ্চয়ই দেখেছে! কিন্তু সাধারণ মানুষকে প্রতারিত করার জন্য এবং সামাজিক অশান্তি ও নৈরাজ্য ছড়ানোর উদ্দেশ্যে আপত্তিকারীরা এমন ভিত্তিহীন আপত্তি করে যাচ্ছে।

অন্যান্য উত্তর