আপত্তি: তোমাকে একজন ছেলের সংবাদ দিচ্ছি যার সাথে খোদা প্রকাশিত হবে
আপত্তি : ‘আমি (আল্লাহ্) তোমাকে একজন ছেলের সংবাদ দিচ্ছি যার সাথে খোদা প্রকাশিত হবে। কেমন যেন আসমান থেকে খোদা অবতীর্ণ হবে।‘ (রুহানী খাযায়েন ২২/৯৮-৯৯)
উত্তর: ‘আল্লামা’ আপনি এত জ্ঞানী পণ্ডিত হয়ে সাধারণ একটা উর্দু-আরবী বাক্যের অনুবাদ করতে অক্ষম- এটাও কি আমাদের বিশ্বাস করতে হবে? হযরত ইমাম মাহদী (আ.) অমুসলিমদের দাবীর প্রেক্ষিতে ইসলামের সপক্ষে একটি নিদর্শন চেয়ে হুশিয়ারপুরে চিল্লা করেছিলেন। উক্ত চিল্লার ফলে তিনি যে ঐশী সুসংবাদ লাভ করেছিলেন ১৮৮৬ সনের ২০শে ফেব্রুয়ারী তিনি তা প্রকাশ করেন। এই ভবিষ্যদ্বাণীতে প্রতিশ্রুত পুত্রের বিভিন্ন গুণাবলী বর্ণিত হয়েছে। এরই একটি কর্তিত অংশ আপনি উদ্ধৃত করে ভুল অনুবাদ করেছেন। মূল ইলহামটির উদ্ধৃত অংশের সঠিক রূপ হচ্ছে: ‘মাযহারুল হাক্কি ওয়াল উলা কা আন্নাল্লাহা নাযালা মিনাস্ সামা‘ অর্থাৎ তিনি সত্যের বিকাশস্থল হবেন মনে হবে যেন আল্লাহ আকাশ থেকে নেমে এসেছেন।
এ কথার অর্থ অত্যন্ত স্পষ্ট। প্রতিশ্রুত পুত্র হযরত মুসলেহ মাওউদ(রা.)-এর কার্যকলাপে ঐশী সাহায্য সহযোগিতার এত বেশী নিদর্শন প্রকাশিত হবে যেন আল্লাহ স্বয়ং উর্ধ্বলোক থেকে ধরাপৃষ্ঠে নেমে এসেছেন বলে মনে হবে। বাস্তবে এমনটিই হয়েছিল। বাহান্ন বছরের খিলাফতকালে বাহ্যত অসম্ভব কাজকে সম্ভব করে দেখানো- এটাই আল্লাহর অবতরনের বহিঃপ্রকাশ। এছাড়া বুখারী শরীফসহ অন্যান্য সহীহ্ হাদীস গ্রন্থসমূহেও প্রতি রাতে আল্লাহর এই পৃথিবীতে নেমে আসার কথা সকলেরই জানা। আল্লাহর কোন পুণ্যবান বান্দা যদি তাঁর সাহায্যপুষ্ট হয়ে কাজ করে এতেও আপত্তি! ‘আল্লামা’ কি এমন কোন মসীহ্ বা মাহদীর অপেক্ষায় রত যার খলীফাদের সাথে আল্লাহর কোন সম্পর্ক থাকবে না?
অন্যান্য উত্তর
- আপত্তি: মির্যা সাহেব রসূল (সা.)-কে হেলাল এবং নিজেকে বদর আখ্যা দিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন, তার সিংহাসন সবার ওপরে
- আপত্তি: মির্যা সাহেব নিজেকে দরুদ শরীফের মধ্যে অন্তর্ভূক্ত করেছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন ইয়ালাস খোদাতা’লার নাম
- আপত্তি: মির্যা সাহেবের উপর অন্য ভাষায় ইলহাম হল কেন?
- আপত্তি: মির্যা সাহেব বলেছেন, মাহদীর মাধ্যমে মহানবী (সা.) এর দ্বিতীয় আগমন হবে
- আপত্তি: মির্যা সাহেব নতুন নবুয়্যত, ধর্ম, কিবলা, নামায এবং কুরআন বানিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেবের কথা- একটি নতুন বাহন আবিষ্কার হবে যা আগুন দ্বারা চলবে
- আপত্তি: মির্যা সাহেব বলেন, কুরআনে তাঁর নাম ইবনে মরিয়ম রাখা হয়েছে
- আপত্তি: মির্যা সাহেব রেশমী লুঙ্গি পরিধান করেছিলেন যা হারাম