আপত্তি: আমার দ্বারা সেসব বিষয় প্রকাশিত হবে যা কুরআন দ্বারা প্রকাশিত হয়েছে


আপত্তি: মির্যা সাহেবের একটি ইলহাম- মা আনা ইল্লা কাল্ কুরআনে ওয়া সাইয়াযুহারু আলা ইয়াদাইয়া মা যাহারা মিনাল ফুরকান।” আমি তো কেবল কুরআনের মত এবং অচিরেই আমার মাধ্যমে আমার হাতে সে সব বিষয় প্রকাশিত হবে যা কুরআন দ্বারা প্রকাশিত হয়েছে।

উত্তর: এ বক্তব্যের বাক্যগুলো পূর্ণাঙ্গিনভাবে তুলে না ধরে উল্টো খণ্ডিত অংশ তুলে ধরে ‘আল্লামা’ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। ইলহামের মাঝেই এর অর্থ ও মর্ম উল্লিখিত রয়েছে। আর তা হল, আমার মাধ্যমে তা-ই প্রকাশিত হবে যা পবিত্র কুরআনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। হযরত মির্যা সাহেবের সারাটা জীবন কুরআনের তত্ত্ব ও মাহাত্ম্য উন্মোচনে নিবেদিত ছিল। তিনি কুরআনের যুক্তি ও শিক্ষা উপস্থাপন করে মিথ্যাকে খণ্ডন করেছেন। তিনি বলেছেন, কুরআন দ্বারা যা সাব্যস্ত সেটাকে গ্রহণ কর আর যা কুরআন বিরোধী বা কুরআনের সাথে সাংঘর্ষিক তা বর্জন কর। একেই বলে কুরআনের প্রকাশ যা মির্যা সাহেবের মাধ্যমে ঘটেছে।

অন্যান্য উত্তর