নিত্য দিনের জিজ্ঞাসা: হযরত খলীফাতুল মসীহ্‌র উত্তর

আহ্‌মদীয়া মুসলিম জামা’তের বিশ্ব-প্রধান ও পঞ্চম খলীফাতুল মসীহ্‌, আমীরুল মু’মিনীন হযরত মির্যা মসরূর আহমদ (আই.) বিভিন্ন সময়ে তাঁর চিঠিপত্র এবং এম.টি.এ (MTA)-এর বিভিন্ন অনুষ্ঠানে ইসলামের মৌলিক বিষয়াদি ও অন্যান্য বিষয়ে সম্পর্কে যেসব গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন তার মধ্য হতে কিছু বিষয় সর্বসাধারণের কল্যাণার্থে আল ফজল ইন্টারন্যাশনালে প্রকাশ করা হচ্ছে।

সংকলক - জহির আহমদ খান, লন্ডনস্থ প্রাইভেট সেক্রেটারী অফিসের রেকর্ড বিভাগ | ভাষান্তর – আহমদ তারেক মুবাশ্বের

এসব নির্দেশনা ওয়েবসাইটে প্রকাশের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি-বিচ্যুতি হলে তার দায়ভার আহ্‌মদীয়া বাংলা টীম গ্রহণ করছে।

১২ই অক্টোবর, ২০১৩ সালে অস্ট্রেলিয়ার ওয়াক্‌ফে নও মেয়েদের উক্ত অনুষ্ঠান গুলশানে ওয়াক্‌ফে নও- এ একটি মেয়ে হুযূর আনোয়ার (আই.)-এর সমীপে প্রশ্ন করে যে, আমরা কোন্ বয়সে রমযান মাসের রোযা রাখা শুরু করবো?

১২ই অক্টোবর, ২০১৩ তারিখে অস্ট্রেলিয়ার গুলশানে ওয়াক্‌ফে নও অনুষ্ঠানে একটি মেয়ে হুযূর আনোয়ার (আই.)-এর সমীপে জিজ্ঞেস করে যে, মেয়েদের কোন্ বয়সে স্ক্যার্ফ বা ওড়না পরা উচিত?

একজন নারী পবিত্র রমযানের এ’তেকাফ সম্পর্কে জানতে চেয়েছেন যে, বাড়িতে এ’তেকাফে বসা যায় কিনা এবং তিন দিনের জন্য এ’তেকাফে বসা যায় কিনা?

এক বন্ধু জানতে চেয়েছেন, দার কুতনীতে একটি হাদীস আছে যে, মহানবী (সা.) ঈদের নামাযের পর বলেন, “আমরা খুতবা প্রদান করবো; যে চায় তা শোনার জন্য বসে থাকুক আর যে যেতে চায় সে চলে যাক।” এই হাদীসটি কি সঠিক?

(ঋতুস্রাবের) বিশেষ দিনগুলোতে নারীদের পবিত্র কুরআন স্পর্শ করা, পাঠ করা এবং কম্পিউটার অথবা আই প্যাড ইত্যাদি দেখে কুরআন পাঠ করা সম্পর্কে এক ব্যক্তি বিভিন্ন আলেম-ওলামা ও ফিকাহ্‌বীদদের উদ্ধৃতির আলোকে একটি গবেষণা হুযূর আনোয়ার (আই.)-এর সমীপে প্রেরণ করে এই ব্যাপারে তাঁর কাছে নির্দেশনা কামনা করেন।

নারীদের (ঋতুস্রাবের) বিশেষ দিনগুলোতে তাদের মসজিদে যাওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং বর্তমান যুগে নারীদের এদিনগুলোতে নিজেদের পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদির জন্য বিভিন্ন আধুনিক সামগ্রীর উল্লেখ পূর্বক, একজন নারী একটি নোট হুযূর আনোয়ার (আই.)-এর সমীপে উপস্থাপন করে, মসজিদে আয়োজিত জামা’তের মিটিং ও সভা-সমাবেশ ইত্যাদিতে এমন নারীদের যোগদান এবং এমন অ-মুসলমান নারীদের মসজিদ ইত্যাদি পরিদর্শন করানোর বিষয়ে হুযূর আনোয়ার (আই.)-এর সমীপে নির্দেশনা কামনা করেন।