আপত্তি: মির্যা সাহেব নিজেকে মুহাম্মদ রসূলুল্লাহ বলেছেন
আপত্তিঃ মির্যা সাহেব নিজেকে মুহাম্মদ রসূলুল্লাহ বলেছেন। “মুহাম্মাদুর রাসুলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদাউ আলাল কুফফারি রুহামাউ বায়নাহুম” ওহীতে আমার নাম মুহাম্মদ রাখা হয়েছে। (ইযালায়ে আউহাম)
জবাবঃ হযরত মসীহ মওউদ (আ.) এই আরবী ইবারতকে ইলহাম বলে আখ্যায়িত করেছেন। কখনও এটি বলেননি যে, কুরআনের আয়াতে যে মুহাম্মদের কথা বলা হয়েছে সেই আমি। হাদিসেও এসেছে ইমাম মাহদীর নাম মুহাম্মদ হবে। (মিশকাত, বাব খুরুজুল )
উপরোক্ত আয়াতে যে মুহাম্মদ (সা.) এর কথা বলা হয়েছে একথা মসীহ মওউদ (আ.) নিজেই বলেছেন। (আরবাঈন, সংখ্যা ৪, পৃষ্ঠা ১২) অতএব, আপত্তির কোন সুযোগ এখানে নাই | আপত্তি করলে আল্লাহর বিরুদ্ধে করেন যিনি এই ইলহাম করেছেন।
অন্যান্য উত্তর
- আপত্তি: মির্যা সাহেব রসূল (সা.)-কে হেলাল এবং নিজেকে বদর আখ্যা দিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন, তার সিংহাসন সবার ওপরে
- আপত্তি: মির্যা সাহেব নিজেকে দরুদ শরীফের মধ্যে অন্তর্ভূক্ত করেছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন ইয়ালাস খোদাতা’লার নাম
- আপত্তি: মির্যা সাহেবের উপর অন্য ভাষায় ইলহাম হল কেন?
- আপত্তি: মির্যা সাহেব বলেছেন, মাহদীর মাধ্যমে মহানবী (সা.) এর দ্বিতীয় আগমন হবে
- আপত্তি: মির্যা সাহেব নতুন নবুয়্যত, ধর্ম, কিবলা, নামায এবং কুরআন বানিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেবের কথা- একটি নতুন বাহন আবিষ্কার হবে যা আগুন দ্বারা চলবে
- আপত্তি: মির্যা সাহেব বলেন, কুরআনে তাঁর নাম ইবনে মরিয়ম রাখা হয়েছে
- আপত্তি: মির্যা সাহেব রেশমী লুঙ্গি পরিধান করেছিলেন যা হারাম