আপত্তি: মির্যা সাহেব লিখেছেন ইয়ালাস খোদাতা’লার নাম
আপত্তি: বিরুদ্ধবাদীদের আপত্তি হল, মির্যা সাহেব লিখেছেন ইয়ালাস খোদাতা’লার নাম। অথচ এটি খোদাতা’লার নাম হিসেবে ব্যবহৃত হয় না।
উত্তর: প্রথম কথা হল যে, আপত্তিকারীদের কি খোদাতা’লার সকল নাম জানা আছে? অথবা কারও কাছে কি এমন কোন তালিকা যে শুধুমাত্র এই সকল নামগুলোতে খোদাতা’লাকে ডাকা যাবে?
দ্বিতীয় বিষয় হল, হযরত আকদাস মসীহ মওউদ (আই.) নিজে এই শব্দের ব্যখ্যা করতে গিয়ে বলেন,
“ইয়ালাশ খোদাতা’লারই নাম। এটি একটি নতুন ইলহামী শব্দ এবং শব্দটিকে এখন পর্যন্ত এমন আঙ্গিকে কুরআন এবং হাদীসে পায় নি আর না কোন অভিধানের পুস্তকে আমি তা পেয়েছি। এর অর্থ আমার নিকট প্রকাশ করা হয়েছে ইয়া লা শারীকা ইলহামে এই নামের উদ্দেশ্য হল, কোন মানুষ এমন কোন গুন বা নাম বা কর্মক্ষমতাই বিশেষিত না যে, সেই গুন বা নাম বা কর্মক্ষমতা অন্য কারও মাঝে পাওয়া যাবে না। এটাই হল রহস্য যার কারনে প্রত্যেক নবীর বৈশিষ্ঠ এবং নিদর্শনাবলী রুপক অর্থে তার উম্মতের বিশেষ বান্দাদের মাঝে প্রকাশিত হয় যা তার গুনে পরিপূর্ণ সামঞ্জস্যতা রাখে যাতে করে কোন বিশেষের নামে নির্বোধেরা যেন উম্মতের কোন নবীকে লা শারীক সাব্যস্ত না করে। কোন নবীকে ইয়ালাশ নাম দেয়া জঘন্য কুফরি।“
(তোহফায়ে গুলরাবিয়া, রুহানী খাযায়েন-খন্ড:১৭, পৃষ্ঠাঃ ২০৩-২০৪ টিকা)
আলিফ লাম মিম এধরনের শব্দ কুরআন করীমের অধিকাংশ সুরাতে রয়েছে। তাদেরকে আরবী ভাষায় হরফে মুকাত্তায়াত বলা হয়। এই যে সংক্ষিপ্ত ব্যবহার এটি মূলত আরবী গ্রামারের একটি রীতি বা পদ্ধতি। ইংরেজি ভাষাতেও এর উদাহরন আমরা দেখতে পাই যেমন MA, BA, MD ইত্যাদি।
অন্যান্য উত্তর
- আপত্তি: মির্যা সাহেব রসূল (সা.)-কে হেলাল এবং নিজেকে বদর আখ্যা দিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন, তার সিংহাসন সবার ওপরে
- আপত্তি: মির্যা সাহেব নিজেকে দরুদ শরীফের মধ্যে অন্তর্ভূক্ত করেছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন ইয়ালাস খোদাতা’লার নাম
- আপত্তি: মির্যা সাহেবের উপর অন্য ভাষায় ইলহাম হল কেন?
- আপত্তি: মির্যা সাহেব বলেছেন, মাহদীর মাধ্যমে মহানবী (সা.) এর দ্বিতীয় আগমন হবে
- আপত্তি: মির্যা সাহেব নতুন নবুয়্যত, ধর্ম, কিবলা, নামায এবং কুরআন বানিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেবের কথা- একটি নতুন বাহন আবিষ্কার হবে যা আগুন দ্বারা চলবে
- আপত্তি: মির্যা সাহেব বলেন, কুরআনে তাঁর নাম ইবনে মরিয়ম রাখা হয়েছে
- আপত্তি: মির্যা সাহেব রেশমী লুঙ্গি পরিধান করেছিলেন যা হারাম