আপত্তি: নামাযে যখন ওহী হত তিনি অস্থির হয়ে নামায ছেড়ে দিতেন
আপত্তিঃ নামাযে যখন ওহী হত তিনি অস্থির হয়ে নামায ছেড়ে দিতেন।
জবাবঃ লানাতুল্লাহি আলাল কাযিবিন। ৭ফেব্রুয়ারী ১৯২০ সালের আল ফজলের যে রেফারেন্স দেয়া হয়ে থাকে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট রেফারেন্স। ৫-৮ফেব্রুয়ারী ১৯২০ সালের আল ফজল একত্রে প্রকাশিত হয়েছিল অথচ সেখানে এ কথা কোথাও নেই। আর মসীহ মওউদ (আ.) এর এই পদ্ধতি ছিল না। হায়! কতদিন এভাবে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করবেন?
অন্যান্য উত্তর
- আপত্তি: মির্যা সাহেব রসূল (সা.)-কে হেলাল এবং নিজেকে বদর আখ্যা দিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন, তার সিংহাসন সবার ওপরে
- আপত্তি: মির্যা সাহেব নিজেকে দরুদ শরীফের মধ্যে অন্তর্ভূক্ত করেছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন ইয়ালাস খোদাতা’লার নাম
- আপত্তি: মির্যা সাহেবের উপর অন্য ভাষায় ইলহাম হল কেন?
- আপত্তি: মির্যা সাহেব বলেছেন, মাহদীর মাধ্যমে মহানবী (সা.) এর দ্বিতীয় আগমন হবে
- আপত্তি: মির্যা সাহেব নতুন নবুয়্যত, ধর্ম, কিবলা, নামায এবং কুরআন বানিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেবের কথা- একটি নতুন বাহন আবিষ্কার হবে যা আগুন দ্বারা চলবে
- আপত্তি: মির্যা সাহেব বলেন, কুরআনে তাঁর নাম ইবনে মরিয়ম রাখা হয়েছে
- আপত্তি: মির্যা সাহেব রেশমী লুঙ্গি পরিধান করেছিলেন যা হারাম