আপত্তি: আলামত, মোজেযা, কারামত এবং খরকে আদত সব একই
আপত্তি : আল্লামা আব্দুল মজিদ সাহেব ‘অযথা বিভ্রান্তি’ পুস্তকের উল্লেখ করে বলেছেন,মির্যা সাহেব বলেছেন, আলামত, মোজেযা, কারামত এবং খরকে আদত সব একই (রুহানী খাযায়েন: ২১/৬৩) আর উপরোক্ত পুস্তকের প্রণেতা এর বিপরীত কথা বলেছেন। প্রণেতা বলেছেন, আলামাত আর মোজেযা এক জিনিষ নয়।
উত্তর: ‘আল্লামা’ আব্দুল মজিদ খুবই সূক্ষ্মভাবে এখানে প্রতারণার আশ্রয় নিয়েছেন। কেননা মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) রুহানী খাযায়েন ২১/৬৩-এর উক্ত উদ্ধৃতিতে কোথাও ‘আলামত’ শব্দটি ব্যবহার করেন নি। ‘আল্লামা’ ভেবেছেন, বাঙালী কি আর উর্দু আরবী পড়ে দেখবে নাকি! মিথ্যার আশ্রয় নিলে এভাবেই লজ্জিত হতে হয়।
অন্যান্য উত্তর
- আপত্তি: মির্যা সাহেব রসূল (সা.)-কে হেলাল এবং নিজেকে বদর আখ্যা দিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন, তার সিংহাসন সবার ওপরে
- আপত্তি: মির্যা সাহেব নিজেকে দরুদ শরীফের মধ্যে অন্তর্ভূক্ত করেছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন ইয়ালাস খোদাতা’লার নাম
- আপত্তি: মির্যা সাহেবের উপর অন্য ভাষায় ইলহাম হল কেন?
- আপত্তি: মির্যা সাহেব বলেছেন, মাহদীর মাধ্যমে মহানবী (সা.) এর দ্বিতীয় আগমন হবে
- আপত্তি: মির্যা সাহেব নতুন নবুয়্যত, ধর্ম, কিবলা, নামায এবং কুরআন বানিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেবের কথা- একটি নতুন বাহন আবিষ্কার হবে যা আগুন দ্বারা চলবে
- আপত্তি: মির্যা সাহেব বলেন, কুরআনে তাঁর নাম ইবনে মরিয়ম রাখা হয়েছে
- আপত্তি: মির্যা সাহেব রেশমী লুঙ্গি পরিধান করেছিলেন যা হারাম