আপত্তি: আলামত, মোজেযা, কারামত এবং খরকে আদত সব একই


আপত্তি : আল্লামা আব্দুল মজিদ সাহেব ‘অযথা বিভ্রান্তি’ পুস্তকের উল্লেখ করে বলেছেন,মির্যা সাহেব বলেছেনআলামতমোজেযাকারামত এবং খরকে আদত সব একই (রুহানী খাযায়েন: ২১/৬৩) আর উপরোক্ত পুস্তকের প্রণেতা এর বিপরীত কথা বলেছেন। প্রণেতা বলেছেন, আলামাত আর মোজেযা এক জিনিষ নয়।

উত্তর: ‘আল্লামা’ আব্দুল মজিদ খুবই সূক্ষ্মভাবে এখানে প্রতারণার আশ্রয় নিয়েছেন। কেননা মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) রুহানী খাযায়েন ২১/৬৩-এর উক্ত উদ্ধৃতিতে কোথাও ‘আলামত’ শব্দটি ব্যবহার করেন নি। ‘আল্লামা’ ভেবেছেন, বাঙালী কি আর উর্দু আরবী পড়ে দেখবে নাকি! মিথ্যার আশ্রয় নিলে এভাবেই লজ্জিত হতে হয়।

অন্যান্য উত্তর