আপত্তি: মক্কা ও মদীনা সম্পর্কে অমর্যাদাকর বক্তব্য
আপত্তি : মক্কা ও মদীনা সম্পর্কে অমর্যাদাকর বক্তব্য। হযরত মসীহ মওউদ (মির্যা কাদিয়ানী) এ ব্যাপারে অনেক তাগিদ দিয়েছেন যে, এখানে (কাদিয়ান) যে ব্যক্তি বারবার আসবে না, তার ঈমানের ব্যাপারে আমার আশংকা আছে। যে কাদিয়ানের সাথে সম্পর্ক রাখবে না, সে আলাদা হয়ে যাবে। তোমরা সতর্ক হও । যাতে তোমাদের মধ্যে কেউ আলাদা না হয়। তারপর এই তাজা দুধ (মক্কা-মদীনা) আর কতদিন থাকবে? একদিন তো মায়ের দুধও শুকিয়ে যায়। মক্কা-মদীনার বুক থেকে কি সেই দুধ এখনো শুকায়নি? (হাকীকতে রুইয়া ৪৬)
উত্তর: যারা মসীহ্ মাওউদ(আ.)-এর হাতে বয়াত করে আহমদীয়া জামাতে দীক্ষা নিবে তাদের জন্য তাদের ইমামের জন্মভূমি, তার আবাসস্থল, তার সমাধীস্থল অবশ্যই পবিত্র ও আল্লাহর নিদর্শনের বিকাশস্থল এবং পবিত্র ভূমি হিসাবে গণ্য হবে। আপত্তিকারীর বিশ্বাস মতে যে বা যিনিই সত্যিকার ইমাম মাহদী বা মসীহ্ হয়ে আসবেন তার জন্মভূমি ও আবাসস্থল সম্পর্কে তার অনুভূতি কী হবে?
অন্যান্য উত্তর
- আপত্তি: মির্যা সাহেব রসূল (সা.)-কে হেলাল এবং নিজেকে বদর আখ্যা দিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন, তার সিংহাসন সবার ওপরে
- আপত্তি: মির্যা সাহেব নিজেকে দরুদ শরীফের মধ্যে অন্তর্ভূক্ত করেছেন
- আপত্তি: মির্যা সাহেব লিখেছেন ইয়ালাস খোদাতা’লার নাম
- আপত্তি: মির্যা সাহেবের উপর অন্য ভাষায় ইলহাম হল কেন?
- আপত্তি: মির্যা সাহেব বলেছেন, মাহদীর মাধ্যমে মহানবী (সা.) এর দ্বিতীয় আগমন হবে
- আপত্তি: মির্যা সাহেব নতুন নবুয়্যত, ধর্ম, কিবলা, নামায এবং কুরআন বানিয়েছেন
- আপত্তি: মির্যা সাহেবের কথা- একটি নতুন বাহন আবিষ্কার হবে যা আগুন দ্বারা চলবে
- আপত্তি: মির্যা সাহেব বলেন, কুরআনে তাঁর নাম ইবনে মরিয়ম রাখা হয়েছে
- আপত্তি: মির্যা সাহেব রেশমী লুঙ্গি পরিধান করেছিলেন যা হারাম