ষষ্ঠ ও সপ্তম অভিযোগ: “আমি আল্লাহ্র সন্তান” ‘আমিই আল্লাহ্’
মুফতী নূরানী তার পুস্তকের ১৩ ও ১৪ পৃষ্ঠায় পর পর আরও দু’টো ডাহা মিথ্যা বলেছেন। তার ভাষায় কাদিয়ানীদের বিশ্বাস ও বক্তব্য হলো, হযরত মির্যা সাহেব বলেছেন, “আমি আল্লাহ্র সন্তান” (আল কুশরা, পৃ: ৪৯) আবার তিনি দাবী করেছেন, ‘আমিই আল্লাহ্’ (আয়েনায়ে কামালতে ইসলাম গ্রন্থ, পৃ: ৩৫৬)।
আমাদের বক্তব্য
ডাহা মিথ্যা কথা। এমন কোন দাবী মির্যা সাহেব করেন নি আর আল কুশরা নামে তার কোন গ্রন্থ বা বই নেই। এর উত্তরে আমরা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করছি, লা’নাতুল্লাহে আলাল কাযেবীন মিথ্যাবাদীদের প্রতি আল্লাহর অভিশাপ। মুফতী নূরানী যদি মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ:)-এর আল্লাহ্’ বা ‘আল্লাহ্র সন্তান’ হবার কোন দাবী প্রমাণ করতে পারেন তাহলে নি:সন্দেহে আমরা কাফের ও মুশরিক সাব্যস্ত হব। কেবল
তাই নয়, এই দাবী প্রমাণ করতে পারলে আমরা সবাই আহমদীয়া মতবাদ ত্যাগ করবো। সৎসাহস থাকলে তিনি আমাদের এ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন । হযরত মির্যা সাহেব যে এমন কোন দাবীই করেন নি একথা ‘মুফতী নূরানীসহ আহমদীয়া-বিরোধী সব আলেম বেশ ভাল করেই জানেন। তা না হলে তারা ‘খতমে নবুওয়ত রক্ষার্থে আন্দোলন না করে বরং ‘আল্লাহ্র তওহীদ’ রক্ষার্থে আন্দোলন করতেন। আশা করি বিষয়টি পাঠকরা উপলব্ধি করবেন।
অন্যান্য উত্তর
- মাসিক মদীনা পত্রিকায় “কাদিয়ানী মতবাদ একটি ফেৎনা” শীর্ষক প্রবন্ধের সংক্ষিপ্ত উত্তর
- হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.)-এর মৃত্যু কিভাবে হয়েছিল?
- হযরত মির্যা সাহেবের মৃত্যুতে বিখ্যাত মনীষীরা কি বলেছিলেন?
- মৌলবী সানাউল্লাহ অমৃতসরীর পরিণাম কি হয়েছিল?
- মির্যা সাহেবের মৃত্যু সম্পর্কিত অপবাদ খণ্ডন
- মাসিক মদীনা: ওহী ইলহামের দরজা হযরত মুহাম্মদ (সঃ)-এর ইন্তিকালের পর বন্ধ হয়ে গেছে?
- আহমদীরা মীর্যা গোলাম আহমদকে হযরত মোহাম্মাদ (দঃ)-এর পরিবর্তে শেষ নবী বলে মনে করেন – ভ্রান্ত ধারণার অপনোদন
- অভিযোগ: মুহাম্মদী বেগম সাথে বিয়ের ভবিষ্যদ্বাণীর অপূর্ণতার অভিযোগ
- দ্বিতীয় অভিযোগ: কাদিয়ানীদের বিশ্বাস ও বক্তব্য: “আমি মুহাম্মদ (সা:) থেকে উত্তম নবী”
- তৃতীয় অভিযোগ: “আমি নতুন শরীয়তপ্রাপ্ত নবী” (আরবাঈন, পৃষ্ঠা-৩)