দোয়ার গুরুত্ব
“এবং যখন আমার বান্দাগণ আমার সম্বন্ধে তােমাকে জিজ্ঞাসা করে, তখন (বল), ‘আমি নিকটে আছি। আমি প্রার্থনাকারীর প্রার্থনার উত্তর দিই যখন সে আমার নিকট প্রার্থনা করে। সুতরাং তাহারাও যেন আমার ডাকে সাড়া দেয়। এবং আমার উপর ঈমান আনে যাহাতে তাহারা সঠিক পথ প্রাপ্ত হয় ।”
২য় পারা-সায়াকূলু
সূরা আল্ বাকারা: ১৮৭