‘নিজ জাতির জন্য আনুগত্য ও ভালোবাসার ইসলামি শিক্ষা’ – সম্বর্ধনা: “যেন্ত্রুম ইনেরে ফিউহ্‌রুং” বা সেন্টার ফর ইন্টার্নাল লীডারশিপ –২০১২

হযরত মির্যা মসরূর আহমদ (আই.) খলীফাতুল মসীহ্ আল্ খামেস

৩০-মে, ২০১২

“যেন্ত্রুম ইনেরে ফিউহ্‌রুং” বা সেন্টার ফর ইন্টার্নাল লীডারশিপ, স্থানীয় সেনাবাহিনী সদর দপ্তর, কোবলেন্‌য, জার্মানি

“যেন্ত্রুম ইনেরে ফিউহ্‌রুং” বা সেন্টার ফর ইন্টার্নাল লীডারশিপ জার্মান সেনাবাহিনীর একটি স্থানীয় সদর দপ্তর যা এর সদস্যদের বিশেষ করে অফিসারদের জ্ঞানের বিভিন্ন ক্ষেত্র এবং জীবনের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষিত করে তুলতে, এবং সেনাবাহিনীর আভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামো সম্পর্কে প্রশিক্ষিত করতে ব্যবহৃত হয়। এ ইনস্টিটিউটের মূল লক্ষ্যসমূহ হল:

  • জার্মান সেনাবাহিনীকে নৈতিক, রাজনৈতিক ও আইনী শিক্ষণ-প্রশিক্ষণপ্রদান করা
  • জার্মান সেনাবাহিনীকে রাষ্ট্র ও সমাজের সাথে একত্ম করা
  • জার্মান সেনাবাহিনীর আভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামোকে জার্মান সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে গড়ে তোলা
  • যেহেতু জার্মান সেনাবাহিনী বিভিন্ন আন্তর্জাতিক মিশনে অংশ নিয়ে থাকে; তাদেরকে বিভিন্ন কৃষ্টি, জাতি ও ধর্মের বিষয়ে শিক্ষিত করে তোলা
  • অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে জার্মান সেনাবাহিনীকে শিক্ষিত করে তোলা

এ উদ্দেশ্যে নির্দিষ্ট বিষয়ের ওপর বক্তৃতা প্রদানের জন্য অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। উদাহরণস্বরূপ জার্মান জাতীয় অ্যাটর্নী জেনারেল, জার্মানির কেন্দ্রীয় ইহুদী সংগঠনের প্রধান মিয. নব্‌লখ, জার্মানির কেন্দ্রীয় মুসলিম সংগঠনের প্রধান মি. আইমান মাযিক প্রমুখ সকলেই এই কেন্দ্রে আমন্ত্রিত হয়েছেন। আহমদীয়া মুসলিম জামা’তের বিশ্ব-প্রধান পঞ্চম খলীফাতুল মসীহ্ হযরত মির্যা মসরূর আহমদ (আই.)-ও ৩০ মে ২০১২ ইসলামের ওপর এক বক্তৃতা প্রদানের জন্য আমন্ত্রিত হন। উপস্থিতদের মধ্যে ছিলেন: সেন্টারটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাখ, কর্নেল আই.জি. ইয়াংকে, নেভি কমান্ডার মি. লীড্‌কে, এয়ার ফোর্স উইং কমান্ডার ট্রাউটভেটার, জার্মান সেনাবাহিনীর একজন পাদ্রী, এবং কোবলেন্‌য এর লর্ড মেয়র প্রফেসর ড. জোয়াখিম হফম্যান-গটিগ।

পুস্তক: বিশ্ব সঙ্কট ও শান্তির পথ – হযরত মির্যা মসরূর আহমদ (আই:) – খলীফাতুল মসীহ্‌ আল্‌ খামেস https://www.ahmadiyyabangla.org/books/world-crisis/