যুগ খলীফার এ সপ্তাহ – ১০ জানুয়ারি, ২০২০

হযরত মির্যা মসরূর আহমদ (আই.) খলীফাতুল মসীহ্‌ আল্‌ খামেস

১০-জানুয়ারি, ২০২০

টিলফোর্ড, ইউকে

যুগ খলীফার এ সপ্তাহ | ১০ জানুয়ারি, ২০২০
গত শনিবার জার্মানি থেকে আগত খোদ্দাম ও আতফালের একটি প্রতিনিধি দল ইসলামাবাদে হুযুর (আই.) এর সাথে সাক্ষাতের সুযোগ লাভ করে। ধর্মীয় বিভিন্ন বিষয়াদী নিয়ে প্রশ্ন (হুযুরকে) করা হয়। একজন খাদেম প্রশ্ন করেন, ভবিষ্যতে আহমদীয়া খিলাফত কি অন্য কোথাও যাওয়ার সম্ভবনা আছে?
আলোচনার এক পর্যায়ে বর্তমান আর্ন্তজাতিক কূটনৈতিক সংকটের বিষয় উঠে আসে। একজন খাদেম দাজ্জ্বালের প্রকৃত অর্থ জানতে চান।
সপ্তাহের শেষে হুযুর (আই.) মাসরুর হলে অনুষ্ঠিত আহমদীয়া মুসলিম ছাত্রী সংগঠনের ক্লাস পরিচালনায় এক ঘন্টার বেশি সময় অতিবাহিত করেন। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা তাদের নিজ নিজ শিক্ষা ক্ষেত্রের উপর বক্তৃতা প্রদান করেন। অবশেষে প্রশ্নের জন্য কিছু সময় দেয়া হয়। আলোচনা পুনরায় আর্ন্তজাতিক সংকটের দিকে মোড় নেয়।
সবশেষে রয়েছে জুমুআর খুতবার কিছু অংশ – হুযুর (আই.) বদরের যুদ্ধের সাহাবীদের বর্ণনা জুমুআর খুৎবায় তুলে ধরেন। হুযুর একটি ঘটনা বর্ণনা করেন যেখানে মহান আল্লাহ্‌ তাঁর
নবীর শত্রুকে তাঁর পরম বন্ধুতে রূপান্তর করেন।