‘জাতিসমূহের মধ্যে সুবিচারপূর্ণ সম্পর্কই প্রকৃত শান্তির পথ’ – সম্বর্ধনা: ক্যাপিটল হিল, ওয়াশিংটন ডি.সি. – ২০১২

হযরত মির্যা মসরূর আহমদ (আই.) খলীফাতুল মসীহ্ আল্ খামেস

২৭-জুন, ২০১২

ক্যাপিটল হিল, ওয়াশিংটন ডি.সি.

২৭শে জুন, ২০১২ ওয়াশিংটন ডি.সি.-র ক্যাপিটল হিল (সংসদ ভবন)-এ মসীহ্‌ মওঊদ (আ.)-এর পঞ্চম খলীফা ও আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের প্রধান হযরত মির্যা মসরূর আহমদ (আই.) শীর্ষস্থানীয় কংগ্রেস সদস্য, সিনেটর, রাষ্ট্রদূত, হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা, এন.জি.ও. নেতা, ধর্মীয় নেতা, অধ্যাপক, নীতির বিষয়ে পরামর্শক, আমলা, কূটনীতিবিদ, বিভিন্ন থিংক ট্যাংক ও পেন্টাগন-এর প্রতিনিধি এবং মিডিয়ার পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকগণ-এর উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করেন। অভূতপূর্ব এ সভাটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী নেতাদের কয়েকজন, যাদের মধ্যে রয়েছেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর ডেমোক্র্যাটিক দলের নেতা অনারেবল ন্যান্সী পেলোসি, এর জন্য বিশ্ব শান্তি সম্পর্কে ইসলামের বাণী সরাসরি শোনার সুযোগ করে দেয়। অনুষ্ঠানের পর হুযূর (আই.)-কে ক্যাপিটল হিল (সংসদ) ভবন ঘুরিয়ে দেখানো হয়, এরপর তাঁকে সম্মানের সাথে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ্‌স-এ নিয়ে যাওয়া হয় যেখানে তাঁর এ যুক্তরাষ্ট্র সফরের সম্মানে একটি সিদ্ধান্ত গৃহিত হয়।

পুস্তক: বিশ্ব সঙ্কট ও শান্তির পথ – হযরত মির্যা মসরূর আহমদ (আই:) – খলীফাতুল মসীহ্‌ আল্‌ খামেস https://www.ahmadiyyabangla.org/books/world-crisis/