‘বিশ্বজোড়া বিশৃঙ্খলার সন্ধিক্ষণে শান্তির চাবিকাঠি’- সম্বর্ধনা: টোকিও হিল্টন হোটেল – ২০১৫

হযরত মির্যা মসরূর আহমদ (আই.) খলীফাতুল মসীহ্‌ আল্‌ খামেস

২৩-নভেম্বর, ২০১৫

হিল্টন হোটেলে, টোকিও, জাপান

২৩ নভেম্বর, ২০১৫ নিখিলবিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের প্রাণপ্রিয় ইমাম, হযরত মির্যা মসরূর আহমদ খলীফাতুল মসীহ্ আল্ খামেস (আই.) টোকিওর ওদাইবাস্থ হিল্টন হোটেলে, তাঁর সম্মানে আয়োজিত বিশেষ সংবর্ধনা সভায় মূল বক্তব্য প্রদান করেন। এ সংবর্ধনা অনুষ্ঠানে ৬০-এর অধিক অতিথি উপস্থিত ছিলেন। সম্মানিত হুযূর ৭০ বছর পূর্বে হিরোশিমা ও নাগাসাকিতে সংঘটিত নিউক্লিয়ার বোমা হামলার প্রেক্ষাপটে আলোচনা করেন। এই সান্ধ্যকালীন অধিবেশনে তাঁর পূর্বে দু’জন অতিথি বক্তা শ্রোতৃমণ্ডলীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তাঁরা হলেন তোকিবো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ড. মাইক সাতা ইয়াসুহিকো এবং ২০১১ সালের ভূমিকম্প ও সুনামিতে সবচেয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত তোহোকু অঞ্চল থেকে আগত মি. এন্দো শিনিচি।