শান্তির চাবিকাঠি –বিশ্ব ঐক্য – সম্বর্ধনা: ইউরোপিয়ান ইউনিয়ন সংসদ. ব্রাসেল্‌স, বেলজিয়াম – ২০১২

হযরত মির্যা মসরূর আহমদ (আই.) খলীফাতুল মসীহ্ আল্ খামেস

০৪-ডিসেম্বর, ২০১২

ইউরোপিয়ান ইউনিয়ন সংসদ. ব্রাসেলস, বেলজিয়াম

২০১২ সালের ৩রা ও ৪ঠা ডিসেম্বর আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের বিশ্ব-প্রধান এবং পঞ্চম খলীফাতুল মসীহ্ (আই.) ব্রাসেল্‌স-এ অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টে প্রথমবারের মত সফর করেন, যেখানে ৩০টি দেশের প্রতিনিধিত্বকারী সাড়ে তিন শতাধিক অতিথির ভরা সমাবেশে এক ঐতিহাসিক বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানটির আয়োজক ছিলেন ড. চার্লস ট্যানক (এম.ই.পি.-যুক্তরাজ্য)-এর সভাপতিত্বে নবগঠিত সর্বদলীয় ইউরোপীয় পার্লামেন্ট গ্রুপ “ফ্রেন্ডস অফ আহমদীয়া মুসলিমস”। এটি এম.ই.পি.-দের একটি সর্বদলীয় এবং সর্ব-ইউরোপীয় গ্রুপ যা ইউরোপীয় পার্লামেন্টে আহমদীয়া মুসলিম সম্প্রদায়কে তুলে ধরা এবং ইউরোপ ও বাকি বিশ্বে তাদের পক্ষে কাজ করার উদ্দেশ্যে গঠন করা হয়েছে। সফরকালে হযরত মির্যা মসরূর আহমদ (আই.) বেশ কয়েকবার পার্লামেন্ট ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাত করেন। যাদের সঙ্গে সাক্ষাত করেন তাদের মধ্যে ছিলেন: ড.চার্লস ট্যানক (এম.ই.পি.-যুক্তরাজ্য)- সদস্য, ইউরোপীয় পার্লামেন্ট পররাষ্ট্রবিষয়ক কমিটি; সদস্য, মানবাধিকার সাব-কমিটি, সহ-সভাপতি, ন্যাটো পার্লামেন্টারী অ্যাসেম্বলীর সাথে সম্পর্ক বিষয়ক পার্লামেন্টারি প্রতিনিধিদল এবংসভাপতি, ইউরোপীয় পার্লামেন্ট ফ্রেন্ডস্ অফ আহমদীয়া মুসলিমস্ গ্রুপ।টুনে কেলাম (এম.ই.পি.-এস্টোনিয়া)- সদস্য, ইউরোপীয় পার্লামেন্ট পররাষ্ট্র বিষয়ক কমিটি; সদস্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা সাব কমিটি এবং সহ-সভাপতি, ইউরোপীয় পার্লামেন্ট ফ্রেন্ডস্ অফ আহমদীয়া মুসলিমস্ গ্রুপ।ক্লদ মোরায়েস (এম.ই.পি.-যুক্তরাজ্য)- সহ-সভাপতি, আরব উপদ্বীপের সাথে সম্পর্ক বিষয়ক প্রতিনিধি দল; সদস্য, নাগরিক অধিকার, বিচার ও স্বরাষ্ট্র বিষয়ক কমিটি; উপ-নেতা, ইউরোপীয় পার্লামেন্টারী লেবার পার্টি এবং সহ-সভাপতি ইউরোপীয় পার্লামেন্ট ফ্রেন্ডস্ অফ আহমদীয়া মুসলিমস্ গ্রুপ।বারবারা লখবিহলার (এম.ই.পি.-জার্মানি)- সভাপতি, ইউরোপীয় পার্লামেন্ট মানবাধিকার সাব-কমিটি।
জীন ল্যাম্বার্ট (এম.ই.পি.-যুক্তরাজ্য)- সভাপতি, ইউরোপীয় পার্লামেন্ট দক্ষিণ এশিয়া প্রতিনিধিদল।ফিল বেনিয়ন (এম.ই.পি.-যুক্তরাজ্য)- সদস্য, ইউরোপীয় পার্লামেন্ট দক্ষিণ এশিয়া প্রতিনিধিদল এবং সভাপতি, লিবারাল ডেমোক্র্যাট ইউরোপীয় গ্রুপ।৪ঠা ডিসেম্বর মূল অনুষ্ঠান তথা হুযূর (আই.)-এর মূল বক্তৃতার পূর্বে প্রেস রুমে একটি আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, পাকিস্তান এবং অন্যান্য দেশের সাংবাদিক ও মিডিয়া প্রতিষ্ঠানের উপস্থিতিতে চল্লিশ মিনিট দীর্ঘ এ সাংবাদিক সম্মেলনে হুযূর (আই.) সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদান করেন। বিশ্বে ইসলামের ভূমিকা সম্পর্কে বি.বি.সি.-র এক প্রশ্নের উত্তরে হুযূর (আই.) বলেন, “ইসলামের শান্তির বাণী একটি সার্বজনীন বাণী, যার কারণে আমাদের মূলমন্ত্র “ভালবাসা সবার তরে, ঘৃণা নয় কারো ’পরে” “(Love for all, hatred for none)” এক স্প্যানিশ মিডিয়া প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে হুযূর (আই.) বলেন যে, সকল বড় বড় ধর্মই তাদের আদি রূপে শান্তির বাণী শিক্ষা দিয়েছে আর তাই প্রকৃত মুসলমানগণ সকল নবীর উপর বিশ্বাস রাখেন। তিনি বলেন যে, প্রত্যেক নবীই এ বার্তা নিয়ে এসেছেন যে, খোদা এক। মাল্টার এক মিডিয়া প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে হুযূর (আই.) বলেন যে, আহমদী মুসলমানদের দায়িত্ব হল মানবজাতিকে খোদাতা’লার নিকটবর্তী করা এবং পৃথিবীর মানুষকে একে অন্যের অধিকার রক্ষার দায়িত্বের বিষয়ে সচেতন করা।মূল অনুষ্ঠানের সময় সভাস্থল দর্শকে পরিপূর্ণ ছিল। ইউরোপীয় পার্লামেন্ট ফ্রেন্ডস্ অফ আহমদীয়া মুসলিমস্ গ্রুপের সভাপতি এবং সহ-সভাপতিবৃন্দ মঞ্চে নিখিল বিশ্ব আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের প্রধান হযরত মির্যা মসরূর আহমদ (আই.)-কে স্বাগত জানান। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শূল্য এম.ই.পি. হুযূর (আই.)-এর মূল বক্তৃতার পূর্বে কয়েকজন এম.ই.পি. দর্শকদের উদ্দেশ্য করে বক্তব্য রাখেন এবং আহমদীয়া মুসলিম জামা’ত কর্তৃক প্রচারিত শান্তিপূর্ণ ইসলামের প্রতি তাদের শ্রদ্ধাবোধের কথা ব্যক্ত করেন। ইউরোপীয় পার্লামেন্ট ফ্রেন্ডস্ অফ আহমদীয়া মুসলিম গ্রুপের সভাপতি ড. চার্লস ট্যানক এম.ই.পি. বলেন “আহমদী মুসলমানগণ বিশ্বে সহিষ্ণুতার এক স্বাগত উদাহরণ”। আমরা এখানে আহমদীয়া মুসলিম জামা’তের বিশ্ব-প্রধান হযরত মির্যা মসরূর আহমদ, পঞ্চম খলীফাতুল মসীহ্ (আই.)-এর ঐতিহাসিক মূল বক্তৃতাটি পেশ করছি।

পুস্তক: বিশ্ব সঙ্কট ও শান্তির পথ – হযরত মির্যা মসরূর আহমদ (আই:) – খলীফাতুল মসীহ্‌ আল্‌ খামেস https://www.ahmadiyyabangla.org/books/world-crisis/