‘বিশ্ব সংকট ও ইসলামি দৃষ্টিকোণ’ – সম্বর্ধনা: ব্রিটিশ হাউসেস অফ পার্লামেন্ট – ২০০৮

হযরত মির্যা মসরূর আহমদ (আই.) খলীফাতুল মসীহ্‌ আল্‌ খামেস

২২-অক্টোবর, ২০০৮

ব্রিটিশ হাউসেস অফ পার্লামেন্ট, লন্ডন, যুক্তরাজ্য

২২শে অক্টোবর, ২০০৮ যুক্তরাজ্যের হাউজ অব কমন্স (ব্রিটিশ সংসদ)-এ নিখিল বিশ্ব আহমদীয়া মুসলিম জামা’তের প্রধান হযরত মির্যা মসরূর আহমদ (আই.)-এর প্রদত্ত ঐতিহাসিক ভাষণ।আহমদীয়া খিলাফতের শতবর্ষ পূর্তির সম্মানে আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের কেন্দ্র ফযল মসজিদ-এর নির্বাচনী এলাকা পাটনীর সংসদ সদস্য জাস্টিন গ্রীনিং আয়োজিত সংবর্ধনায় এ বক্তৃতা প্রদান করা হয়।এ সংবর্ধনায় উপস্থিত ছিলেন গিলিয়ান মেরন এমপি, রাইট অনারেবল হেযেল ব্লের্য়াস এমপি, অ্যালান কীন এমপি, ডমিনিক গ্রীভ এমপি, সাইমন হিউস এমপি, লর্ড এরিক এভবারি এবং আরো বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ ও অন্যান্য পেশাজীবী।

পুস্তক: বিশ্ব সঙ্কট ও শান্তির পথ – হযরত মির্যা মসরূর আহমদ (আই:) – খলীফাতুল মসীহ্‌ আল্‌ খামেস https://www.ahmadiyyabangla.org/books/world-crisis/