প্রেস বিজ্ঞপ্তি
২৮-আগস্ট, ২০২৩

জার্মানিতে আহমদীয়া মুসলিম জামা’তের বিশ্ব-প্রধানের আগমন


চার বছর পর আহমদীয়া মুসলিম জামা’ত জার্মানীর জলসা সালানায় যোগদানের জন্য সফরে আসলেন হযরত মির্যা মসরূর আহমদ (আই.)

২৭ আগস্ট ২০২৩, আহমদীয়া মুসলিম জামা’তের বিশ্ব-প্রধান ও পঞ্চম খলীফাতুল মসীহ্ হযরত মির্যা মসরূর আহমদ (আই.) নিরাপদে জার্মানিতে এসে পৌঁছেন, যেখান ৩,৮০০ এর অধিক আহমদী মুসলমান নর-নারী-শিশু তাঁকে স্বাগত জানান।

দীর্ঘ চার বছরের অপেক্ষার পর, গত সন্ধ্যায় জার্মান আহমদী মুসলমানগণ ফ্রাঙ্কফুর্টের বায়তুস সবুহ্ মসজিদে তাদের প্রিয় ইমামকে স্বাগত জানানোর সৌভাগ্য লাভ করে। পৌঁছানোর পর হুযূর আকদাস মসজিদে মাগরিব ও ইশার নামায পড়ান।

জার্মানিতে আহমদীয়া মুসলিম জামা’তের প্রতিষ্ঠার শতবর্ষে এবছর স্টুটগার্টে আয়োজিত জলসা সালানার (বার্ষিক সম্মেলন) শোভা বর্ধন করার জন্য হুযূর আকদাস সফর করছেন।

হুযূর আকদাস জলসা সালানায় শুক্রবার সাপ্তাহিক খুতবা প্রদান করবেন এবং সেই সঙ্গে তিন দিনের অনুষ্ঠানে (১-৩ সেপ্টেম্বর) আরও তিনটি বক্তৃতা প্রদান করবেন, যা আহমদীয়া মুসলিম জামা’তের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এমটিএ ইন্টারন্যাশনালের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে।

বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা জন্য হুযূর আকদাসের অক্লান্ত প্রচেষ্টার অংশ হিসেবে জলসা সালানায় একটি বক্তৃতা অমুসলিমসহ আহমদীয়া মুসলিম জামা’তের বাইরের অতিথিবৃন্দের উদ্দেশে থাকবে।
হুযূর আকদাস তাঁর জার্মানি সফরে বেশ কয়েকটি নতুন মসজিদও উদ্বোধন করবেন এবং হাজারো আহমদী মুসলমানের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করবেন।