প্রেস বিজ্ঞপ্তি
২৫-জুলাই, ২০২৩

জলসা সালানা যুক্তরাজ্য ২০২৩-এর পরিদর্শন অনুষ্ঠিত


হযরত মির্যা মসরূর আহমদ (আই.) জলসা সালানা যুক্তরাজ্যের আয়োজন পরিদর্শন করে কর্মীদের হাসিমুখে সেবা প্রদানের ও সর্বোচ্চ নৈতিক মান প্রদর্শনের নির্দেশনা প্রদান করলেন

রবিবার, ২৩ জুলাই ২০২৩ আহমদীয়া মুসলিম জামা’ত যুক্তরাজ্যের ৫৭তম বার্ষিক সম্মেলন (জলসা সালানা) এর আয়োজন পরিদর্শন করেন আহমদীয়া মুসলিম জামা’তের বিশ্ব-প্রধান ও পঞ্চম খলীফাতুল মসীহ্ হযরত মির্যা মসরূর আহমদ (আই.)।
পরিদর্শন করার সময়, হযরত মির্যা মসরূর আহমদ (আই.) তিন-দিনের অনুষ্ঠান আয়োজন ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হুযূর আকদাসকে ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করা হয় এবং তিনি অংশগ্রহণকারীদের আরাম ও আতিথেয়তা নিশ্চিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

হুযূর আকদাস লঙ্গরখানা (পাকশালা) ও রুটি-প্লান্ট পরিদর্শন করেন যেখানে জলসা সালানায় আগত চল্লিশ হাজারেরও অধিক অংশগ্রহণকারীর জন্য খাদ্য প্রস্তুত করা হচ্ছে। হুযূর আকদাস নতুন স্থাপনকৃত কসাইখানা পরিদর্শন করেন। হুযূর আকদাস যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সর্বদা স্বাস্থ্য ও সুরক্ষার নিয়ম অনুসরণের নির্দেশনা প্রদান করেন।

হুযূর আকদাস জলসা গাহে এমটিএ ইন্টারন্যাশনাল-এর স্থাপনাসহ অন্যান্য বিভাগ পরিদর্শন করেন।

এছাড়াও, হুযূর আকদাস লাজনা ইমাইল্লাহ্ যুক্তরাজ্য (নারীদের অঙ্গ-সংগঠন)-এর প্রস্তুতিও পরিদর্শন করেন এবং তাদের মাঝে ঊর্ধ্বতন কর্মীদের নির্দেশনা প্রদান করেন।

পরিদশর্নকালীন পুরোটা সময় জুড়ে হুযূর আকদাস স্নেহের সাথে তরুণ ও প্রবীণ কর্মীদের উৎসাহ প্রদান করেন।

পরবর্তীতে হুযূর আকদাস সংক্ষিপ্তভাবে কয়েক হাজার কর্মীর উদ্দেশ্যে সরাসরি বক্তব্য প্রদান করেন এবং তাদেরকে নিজেদের দায়িত্ব অধ্যবসায়ের সঙ্গে পালন করার, নামাযে নিয়মিত হওয়ার ও সর্বদা যতোটা সম্ভব সর্বোচ্চ পর্যায়ের সুন্দর আচরণ প্রদর্শন করার উপদেশ প্রদান করেন। হুযূর আকদাস তাঁর বিগত জুমু’আর খুতবায় প্রদত্ত দিকনির্দেশনাগুলো পুনর্ব্যক্ত করেন যে, স্বেচ্ছাসেবক ও কর্মীদের সর্বদা মুখে হাসি রাখার চেষ্টা করতে হবে।

হযরত মির্যা মসরূর আহমদ (আই.) বলেন:
“আল্লাহ্ তা’লার ফযলে জলসার সকল স্বেচ্ছাসেবী ও কর্মী এখন তাদের দায়িত্বসমূহ খুব ভালো করে বুঝেন। অভিজ্ঞ কর্মীরা নবীনদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং শিশু-কিশোররাও শিখতে এবং সেবা প্রদান করতে খুবই আগ্রহী।”

হযরত মির্যা মসরূর আহমদ (আই.) আরও বলেন:
“কাজ করার সময় প্রত্যেক কর্মীর, সে ঊর্ধ্বতন বা অধস্তন যে পর্যায়েই হোক না কেন, তার মুখে হাসি ধরে রাখতে হবে। যেমনটি আমি গত জুমু’আর খুতবায় বলেছিলাম। সর্বদা স্মরণ রাখবেন যে, আপনাদের সর্বদা সর্বোচ্চ নৈতিকতা ও সৌজন্য প্রদর্শন করতে হবে এবং নিয়মিত নামায আদায়ের বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে। আল্লাহ্ তা’লা আপনাদেরকে অসাধারণভাবে দায়িত্ব পালন করার তৌফিক প্রদান করুন। আমীন।”

হুযূর আকাদাস এর আগে টিলফোর্ডের ইসলামাবাদ কমপ্লেক্স এবং হেযেলমিয়ারে জামেয়া আহমদীয়া যুক্তরাজ্যের প্রাঙ্গণে জলসা সালানার ব্যবস্থাপনাও পরিদর্শন করেন।

শুক্রবার হুযূর আকদাসের জুমু’আর খুতবার মাধ্যমে জলসা সালানা শুরু হবে। পরবর্তীতে হুযূর আকদাস আরও চারটি বক্তৃতা প্রদান করবেন।

রবিবারে হাজার হাজার আহমদী মুসলমান খলীফার হাতে আনুগত্যের শপথ বা দীক্ষা গ্রহণ করবে যা বয়আত নামে পরিচিত।

মাখযানে তাসাভীর, রিভিউ অফ রিলিজিওন্স, প্রেস অ্যান্ড মিডিয়া, ইসলাম প্রচার (তবলীগ), আল হাকাম, হিউম্যানিটি ফার্স্টসহ অন্যান্যদের পরিচালিত প্রদর্শনী এবার আবারও দেখা যাবে।

এমটিএ ইন্টারন্যাশনালের মাধ্যমে পুরো অনুষ্ঠানমালা বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হবে।