কুরআন ও জীবন

জামা'তের বিভিন্ন বুজুর্গ ব্যক্তিবর্গের লিখিত পুস্তকাবলী

মানব জীবনের সকল আধ্যাত্মিক ও জাগতিক বিষয় সংযুক্ত হওয়ায় পুস্তকটির নাম ‘কুরআন ও জীবন’ রাখা হয়েছে । প্রথমে আমার (সংকলক:খন্দকার আজমল হক) ইচ্ছা ছিল শুধু বিষয় – ভিত্তিক কুরআনের আয়াতসমূহ সংকলন করবো । কিন্তু সদর মুরব্বী মোহতারম সালেহ আহমদ সাহেব কুরআনের সাথে হাদীস ও মলফূযাত [হযরত মসীহ্ মাওউদ ও ইমাম মাহদী (আ.)-এর অমৃত বাণী] সন্নিবেশিত করার পরামর্শ দেন। হাদীস ও মলফূযাত সংযোজনের ফলে পুস্তকটির গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে।

বিষয়-ভিত্তিক হাদীস ও মলফুযাত সংগ্রহ একটি দুরূহ কাজ। মোহতারম ইয়ামিন সাহেবের সহযোগিতায় প্রাপ্ত সহী বুখারী শরীফ ও মেশকাত শরীফ ও বিভিন্ন গ্রন্থ হতে হাদীসসমূহ সংগ্রহ করি । বর্তমানে বাংলায় অনূদিত হযরত মসীহ মাওউদ (আঃ)-এর পুস্তকাবলী, পাক্ষিক আহমদী ও অন্যান্য পুস্তক ও পত্র-পত্রিকা হতে মলফূযাত সংগ্রহ করে পুস্তকটিতে সংযুক্ত করা হয়েছে। মসীহ্ মাওউদ (আ.)-এর মহামান্য খলীফাগণের লিখা হতেও কোন কোন বাণী মলফূযাত হিসেবে সংকলিত করা হয়েছে।

পুস্তকটি লিখার পদ্ধতি সম্পর্কে কিছু আলোকপাত করার প্রয়োজন আছে বলে মনে করি । দু’একটি মন্তব্য ব্যতীত সংকলকের নিজস্ব কোন বক্তব্য পুস্তকে সন্নিবেশিত হয় নি। এক একটি বিষয়কে বিভিন্ন অনুচ্ছেদে ভাগ করা হয়েছে। পুস্তকের কলেবর যাতে বৃদ্ধি না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রথমে অনুচ্ছেদে বর্ণিত বিষয়ের সাথে সম্পর্কিত কুরআনের এক বা একাধিক আয়াত সূরা ও আয়াতের নম্বর সহ উদ্ধৃত করা হয়েছে। পরে কুরআনের অন্যান্য স্থানে সংশ্লিষ্ট আরও যে সকল আয়াত আছে তা রেফারেন্স হিসাবে ক, খ, গ ইত্যাদি সূচক দ্বারা চিহ্নিত করে সূরা ও আয়াতের নম্বরসহ নীচে সন্নিবেশিত করা হয়েছে, যা পাঠক ও গবেষকদের বর্ণিত বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে সাহায্য করবে। রেফারেন্স হিসেবে দেয়া আয়াতসমূহে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে যে সকল কথা আছে তা অনুচ্ছেদে বর্ণিত বিষয়কে আরও পরিষ্কার করে বুঝানোর জন্য সহায়ক। একই বিষয়ের সাথে সম্পর্কযুক্ত অনেক আয়াত কুরআনের বিভিন্ন স্থানে আছে। সব আয়াত দেয়া হয় নি। একই বিষয়ের কিছু কিছু আয়াত উদ্ধৃত করা হয়েছে। যতদূর সম্ভব কুরআনের সকল আদেশ নিষেধ ও কুরআনের অন্যান্য বিষয় পুস্তকটিতে সংযোজন করার প্রয়াস পেয়েছি। কিন্তু যদি কোন বিষয় বা আদেশ নিষেধ বাদ পড়ে গিয়ে থাকে তবে সহৃদয় পাঠকবর্গ সে সম্পর্কে অবহিত করলে তা পরে সন্নিবেশিত করা হবে, ইনশাআল্লাহ্।

আল্লাহ্‌র কালাম অতি উচ্চমার্গের ভাবধারায় উপস্থাপিত বিধায় এ অত্যন্ত তত্ত্ব ও তথ্যপূর্ণ। এজন্য এর তফসীর বা ব্যাখ্যা না দিলে সাধারণ পাঠকদের পক্ষে আয়াতের প্রকৃত অর্থ বুঝা সম্ভব নয়। তাই প্রয়োজনবোধে তারকা চিহ্ন দ্বারা ‘কুরআন মজীদ’ হতে আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা সম্বলিত টীকাও সন্নিবেশিত করা হয়েছে যেন পাঠকগণের আয়াতের অর্থ বুঝতে সুবিধা হয়।

কুরআনের আয়াত সূত্র ও তফসীরের পর প্রয়োজনীয় হাদীস ও মলফূযাত সংকলিত করা হয়েছে।

কুরআন মজীদে বর্ণিত আল্লাহ্ বিধানাবলী সংকলনের কাজ মহান আল্লাহ্র সাহায্য ছাড়া কোনক্রমেই সম্ভব নয় । এ কাজে হাত দেয়ার পূর্বে পরম করুণাময় আল্লাহ্র নিকট আকুলভাবে প্রার্থনা করেছিলাম যে, তিনি যেন আমাকে কাজি তাঁর মর্জিমত সম্পাদন করতে সর্বতোভাবে সাহায্য করেন, জ্ঞানের প্রসারতা দান করেন এবং আমার এ কাজকে কবুল করেন। এ কাজ শুরু করার পূর্বে আমি একাধিক বার হযরত খলীফাতুল মসীহ্ রাবে’ (রাহেঃ)-কে স্বপ্নে দেখি যাতে আমার প্রতি তাঁর সন্তুষ্টির চিহ্ন প্রকাশ পায়। আল্লাহ্‌র হাজার শোকর , তিনি আমাকে সংকলন কাজটি শেষ করার তৌফীক দিয়েছেন।