নবুয়ত ও খিলাফত

সৈয়্যদ মীর মাহমুদ আহমদ নাসের | জামা'তের বিভিন্ন বুজুর্গ ব্যক্তিবর্গের লিখিত পুস্তকাবলী

১৯১৪ সালে প্রতিশ্রুত মসীহ্ (আ.)-এর দ্বিতীয় খলীফার নির্বাচনকে কেন্দ্র করে আহমদী জামা’তে বিভক্তির সৃষ্টি হয়। এক ভাগ আহমদীয়া মুসলিম জামা’ত, কাদিয়ান ও দ্বিতীয় ভাগ আহমদীয়া আঞ্জুমানে ইশায়াতে ইসলাম, লাহাের । দ্বিতীয় ভাগ আহমদীয়া মুসলিম জামাতের শতকরা এক ভাগেরও কম । বাংলাদেশে এর কোন প্রভাব পড়েনি এবং এর সমস্যাও নেই । তবুও আহমদী জামা’তের ইতিহাসে এ বিভক্তি খুবই তাৎপর্যপূর্ণ। লক্ষ্যণীয় দিক হচ্ছে, যারা দ্বিতীয় খলীফার আনুগত্যের অঙ্গীকার (বয়াত) গ্রহণ করেনি, তারা শুধু যে তাদের আগের মতামত পরিবর্তন করে ফেলে তাই নয়, তারা সত্য থেকে দূরে সরে যায়। অর্থাৎ পরবর্তীতে তারা প্রতিশ্রুত মসীহ (আ.) এর নবুয়তের ব্যাপারে প্রশ্ন তুলে ও তাঁর নবুয়তের দাবীকে অস্বীকার করে।
এ বইটির আকর্ষণীয় দিক হলাে এখানে প্রতিশ্রুত মসীহ্ (আ.)- এর নবুয়তের দাবীর ধরণ ও যথার্থতা সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় খলীফার কিছু শক্তিশালী বক্তব্য, আবেগ ও আকাক্ষা উপস্থাপন করা হয়েছে।