খাতামান নবীঈন

মুহাম্মাদ আব্দুল হাফীয | জামা'তের বিভিন্ন বুজুর্গ ব্যক্তিবর্গের লিখিত পুস্তকাবলী

আল্লাহ্‌ তা’লা হযরত মুহম্মদ (সাঃ)-কে কোরআন করীমেই খাতামান-নবীঈন” বলিয়াছেন। তাই আঁ-হযরতের প্রতি খাতামান নাবীঈন বলিয়া যাহারা ঈমান রাখে না, তাহাদিগকে প্রকৃত মুসলমান বলা
যাইতে পারে না।
আহমদীয়া মুসলিম জামাতের বিরুদ্ধবাদীরা প্রচার করিয়া থাকেন যে, আহমদীগণ নবী করীম (সা.)-কে ‘খাতামান-নবীঈন” বলিয়া বিশ্বাস করে না। এই জামাতের প্রতি দুষ্টবুদ্ধি প্রণোদিত বহু অপবাদের মধ্যে ইহাও একটি প্রধান অপবাদ। সত্য কথা এই যে, আহমদীয়া জামা’তে দাখেল হইতে হইলে যে শর্তসমূহে বিশ্বাস করিয়া বয়াত ফরমে দস্তখত করিতে হয়, তন্মধ্যে হযরত নবী করীম (সা.)-কে ‘খাতামান-নবীঈন বলিয়া বিশ্বাস করা অন্যতম।
– যাহারা এইরূপ প্রচার করিতেছেন তাহাদিগকে আমরা বন্ধুভাবে আহ্বান করিতেছি–তাঁহারা কি অনুগ্রহ করিয়া আহমদীয়া মুসলিম জামাতের প্রবর্তক হযরত মির্যা গোলাম আহমদ (আ.)-এর কোন লিখা বা এই জামাত হইতে প্রকাশিত পুস্তকাদি হইতে দেখাইয়া দিবেন যে, আহমদীগণ হযরত নবী করীম (সা.) কে ‘খাতামান-নবীঈন” বলিয়া বিশ্বাস করে না?