ফতেহ্‌ ইসলাম (ইসলামের বিজয়)

হযরত মির্যা গোলাম আহ্‌মদ - প্রতিশ্রুত মসীহ্ ও ইমাম মাহ্‌দী (আ.)-এর লিখিত পুস্তকাবলী

আহমদীয়া মুসলিম জামা’তের পবিত্র প্রতিষ্ঠাতা প্রতিশ্রুত ইমাম মাহ্দী হযরত মির্যা গােলাম আহমদ (আ .) ১৩০৮ হিজরীতে ‘ফতেহ্ ইসলাম’ (ইসলামের বিজয়) নামে উর্দুতে একটি পুস্তক প্রণয়ন করেন। এ পুস্তকে তিনি (আ.) বলেন, ‘বর্তমানে আমরা যে যুগে বাস করছি তা এরূপ এক অন্ধকারময় যুগ যাতে ঈমান ও আমল সংক্রান্ত সব ক্ষেত্রে ভয়ানক বিকার দেখা দিয়েছে এবং চারদিক থেকে পথভ্রষ্টতা ও বিপথগামিতার এক প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে।’ তিনি (আ.) আরাে বলেন, ‘আমিই সেই ব্যক্তি যাকে যথাসময়ে মানুষের সংস্কারের জন্য পাঠানাে হয়েছে যাতে ধর্মকে সজীবতার সাথে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত করা যায়।’ খােদা তা’লা এখন ইসলামকে জীবিত করতে চাচ্ছেন। এ মহান অভিযানকে কার্যকর করার জন্য তার পক্ষ থেকে সবদিক দিয়ে ফলপ্রসূ এক বিরাট প্রতিষ্ঠান স্থাপন করা আবশ্যক ছিল। তাই সেই মহাজ্ঞানী ও সর্বশক্তিমান খােদা এ অধমকে সংস্কারের জন্য পাঠিয়ে এমনটিই করেছেন।

আল্লাহ্ তা’লার নির্দেশে প্রতিশ্রুত হযরত ইমাম মাহ্দী (আ.) জগদ্বাসীকে সত্য ও সততার প্রতি আকর্ষণ করার জন্য সত্যের সাহায্য ও ইসলাম প্রচারকর্মকে পাঁচটি শাখায় বিভক্ত করেছেন। এ পুস্তকে উপস্থাপিত সেই
শাখাগুলাে হলাে:

১। প্রণয়ন ও প্রকাশনা কার্যক্রম।
২।বিজ্ঞাপন প্রকাশনা কার্যক্রম।
৩। অতিথি এবং সত্যের অন্বেষণে ও অন্যান্য বিভিন্ন উদ্দেশ্যে আগমনকারীগণের আপ্যায়ন কার্যক্রম ।
৪। চিঠিপত্রের মাধ্যমে তবলীগি কার্যক্রম।
৫। শিষ্য ও বয়আত গ্রহণকারীগণের ধারাকে অব্যাহত রাখার কার্যক্রম।

তিনি তাঁর এ পুস্তকে উপরােক্ত শাখাসমূহের ব্যয়ভার বহন করার লক্ষ্যে এগিয়ে আসতে এবং এ সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে নিষ্ঠাবান মু’মিনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, এ ছাড়া অন্য কোন
পন্থাতেই ইসলামের বিজয় আসবে না।