বারাহীনে আহমদীয়া – ৪র্থ খণ্ড

হযরত মির্যা গোলাম আহ্‌মদ - প্রতিশ্রুত মসীহ্ ও ইমাম মাহ্‌দী (আ.)-এর লিখিত পুস্তকাবলী

হযরত মির্যা গোলাম আহমদ, প্রতিশ্রুত মসীহ্ ও মাহদী (আ.) ১৮৮৪ সালে বারাহীনে আহমদীয়া পুস্তকের ৪র্থ খণ্ড প্রকাশ করেন যা বারাহীনে আহমদীয়ার ৩য় খণ্ড প্রকাশের ২ বছর পর প্রকাশিত হয়। পূর্বের মতো এই খণ্ডেও তিনি (আ.) পবিত্র কুরআন ও হযরত মুহাম্মদ (সা.) যে খোদার পক্ষ থেকে অবতীর্ণ, তার অকাট্য দলিলপ্রমাণ উপস্থাপন করেছেন এবং শক্তিশালী যুক্তিপ্রমাণের মাধ্যমে ইসলামের সত্যতাও তুলে ধরেছেন। তিনি (আ.) ইসলামের অনন্য সাধারণ বৈশিষ্ট্য উপস্থাপনের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ধর্মের (তথা খ্রিষ্ট, ইহুদি, ব্রাহ্ম, হিন্দু) ধর্মের বিভিন্ন অযৌক্তিক মতবাদের ইসলামের সাথে তুলনামূলক আলোচনা সবার সামনে তুলে ধরেন। পবিত্র কুরআন যে ঐশী উৎস হতে উৎসারিত তা দেখাতে গিয়ে এই বইয়ের একটি বড়ো অংশে সূরা আল-ফাতিহার অবিস্মরণীয় সৌন্দর্য ও মাহাত্ম্য তিনি (আ.) উপস্থাপন করেন। বারাহীনে আহমদীয়ার ৪র্থ খণ্ড লেখার সময় হযরত মসীহ্ মওউদ (আ.) অজস্র ধারায় মহান আল্লাহ্‌র পক্ষ থেকে এলহাম লাভ করতে থাকেন। এর মাধ্যমে হযরত মসীহ্ মওউদ (আ.)-এর আধ্যাত্মিক মর্যাদা প্রমাণের পাশাপাশি ভবিষ্যতে আধ্যাত্মিক একটি জামা’ত গঠনের ভিত্তিও রচিত হয়।