‘বিশ্ব শান্তি- এ সময়ের সবচেয়ে বড় দাবি’- সম্বর্ধনা: নিউজিল্যান্ড জাতীয় পার্লামেন্ট – ২০১৩
হযরত মির্যা মসরূর আহমদ (আই.) খলীফাতুল মসীহ্ আল্ খামেস
০৪-নভেম্বর, ২০১৩
জাতীয় সংসদ, ওয়েলিংটন, নিউজিল্যান্ড
ডাউনলোড
৪ঠা নভেম্বর ২০১৩ ওয়েলিংটনে আহমদীয়া মুসলিম জামা’তের বিশ্ব প্রধান হযরত মির্যা মসরূর আহমদ, খলীফাতুল মসীহ্ আল খামেস (আই.) নিউজিল্যান্ডের জাতীয় সংসদে এক ঐতিহাসিক বক্তৃতা করেন। সংসদ সদস্য, রাষ্ট্রদূত, শিক্ষাবিদ সহ অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ সম্বলিত এ সমাবেশে খলীফাতুল মসীহ্ (আই.) বিশ্বের বিভিন্ন অংশে বর্ধিষ্ণু উত্তেজনা ও সংঘাতের মুখে বিশ্বে শান্তির প্রসারের উদ্দেশ্যে জরুরী ভিত্তিতে ন্যায় প্রতিষ্ঠার আবশ্যকতার বিষয়ে তাগিদ দেন। মূল বক্তব্যের পর অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও বক্তব্য রাখেন। কানওয়ালজিত সিং বকশী, এমপি, বলেন: “এটি আমাদের সৌভাগ্য যে, সম্মানিত হুযূর হযরত মির্যা মসরূর আহমদ আজ এখানে নিউজিল্যান্ডের পার্লামেন্টে এসেছেন এবং আমরা তাঁর প্রজ্ঞা থেকে অংশ লাভ করেছি ও তাঁর চিন্তাসমূহ শুনতে পেরেছি।” ড. রাজেন প্রসাদ, এমপি, বলেন: “সম্মানিত হুযূরকে নিউজিল্যান্ড পার্লামেন্টে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমি সব সময় আহমদীরা যেভাবে এ দেশের নাগরিক হিসেবে জীবন-যাপন করে এবং তাদের শান্তির বাণীর অনুসরণ করে তা দেখে অত্যন্ত অভিভূত হয়েছি।” অনুষ্ঠানশেষে হযরত মির্যা মসরূর আহমদ (আই.) ইরান ও ইসরায়েলের রাষ্ট্রদূতসহ বিভিন্ন গণ্যমান্য অতিথির সাথে সাক্ষাত করেন। এরপর কানওয়ালজিত সিং বকশী, এমপি, হুযূর আকদাস (আই.)-কে পার্লামেন্ট ভবন ঘুরিয়ে দেখান।
পুস্তক: বিশ্ব সঙ্কট ও শান্তির পথ – হযরত মির্যা মসরূর আহমদ (আই:) – খলীফাতুল মসীহ্ আল্ খামেস https://www.ahmadiyyabangla.org/books/world-crisis/