যুগ খলীফার এ সপ্তাহ – ০৩ জানুয়ারি, ২০২০

হযরত মির্যা মসরূর আহমদ (আই.) খলীফাতুল মসীহ্‌ আল্‌ খামেস

০৩-জানুয়ারি, ২০২০

টিলফোর্ড, ইউকে

ইসলামাবাদের মাসরুর হলে বেলজিয়ামের প্রায় ৮০ জন খোদ্দাম ও আতফাল হুজুরের সাথে প্রায় ৩০ মিনিট সময় কাটানোর সৌভাগ্য লাভ করে। তারা হুজুরকে বিভিন্ন ধর্মীয় প্রশ্ন করে।
আপনি কিভাবে খুতবা তৈরি করেন?
আল্লাহ্‌ পাক খারাপ জিনিস কেন তৈরি করেছেন?
ভবিষ্যতে বিশ্ব পরিস্থিতি কেমন হবে বলে আপনি মনে করেন?
সপ্তাহের শেষ দিকে হুজুর ডেনমার্ক থেকে আগত নাসেরাত ও লাজনাদের একটি দলের সাথে সাক্ষাৎ করেন। এখানেও হুজুর বিভিন্ন প্রশ্নের বিষদ উত্তর প্রদান করেন।
আমি কিভাবে আল্লাহপাকের ভালবাসা অর্জন করতে পারি?
যখন আপনি কাদিয়ান ও রাবওয়ার ছবি দেখেন তখন হুজুরের আপনার কেমন অনুভূতি হয়?
বিয়ের প্রস্তাব দেয়ার সময় মেয়ের সৌন্দর্য্য ও বংশ মর্যাদা দিকে অনেক গুরুত্ব সহকারে দেখা হয়। এটি কেন করা হয়? হুজুরকে আরও জিজ্ঞাসা করা হয় ছোট মেয়েদের কিভাবে তরবিয়ত করা উচিত এ প্রসঙ্গে
এসপ্তাহের খুতবায় হুজুর ওয়াকফে যাদীদ এর নতুন বছরের ঘোষণা করেণ। হুজুর কিছু ঈমান উদ্দীপক ঘটনা বর্ণনার পাশাপাশি ইসলামে আর্থিক কুরবানির গুরুত্ব তুলে ধরেন এবং ওয়াকফে যাদীদ এর বিগত বছরের আর্থিক কুরবানির পরিসংখ্যান তুলে ধরেন। খুতবার শেষ অংশে হুযুর অস্ট্রেলিয়ায় আগুন লাগার কথা উল্লেখ করে তাদের জন্য এবং সর্বোপরি বিশ্বের সব দেশের শান্তির জন্য দোয়া করেন।