যুগ খলীফার এ সপ্তাহ – ২৯ নভেম্বর, ২০১৯

হযরত মির্যা মসরূর আহমদ (আই.) খলীফাতুল মসীহ্‌ আল্‌ খামেস

২৯-নভেম্বর, ২০১৯

টিলফোর্ড, ইউকে

যুগ খলীফা তাঁর দাপ্তরিক দায়িত্বের প্রচন্ড ব্যস্ততার পাশাপাশি এ সপ্তাহে ইসলামাবাদ ভ্রমণ, লোকাল কাউন্সিলরদের সাথে বৈঠক, ফার্নহাম হেরাল্ড পত্রিকার সাংবাদিক ড্যানিয়েল জি এর সাথে সাক্ষাৎকার এবং আন্তর্জাতিক সংস্থা EPLO-এর দু’জন সিনিয়র প্রতিনিধির সাথে বিশেষ বৈঠক করেন।