‘মুসলমানদের পক্ষে কি পশ্চিমা সমাজে সমন্বিত হওয়া সম্ভব?’- সম্বর্ধনা: বায়তুর রশীদ মসজিদ, জার্মানি-২০১২

হযরত মির্যা মসরূর আহমদ (আই.) খলীফাতুল মসীহ্ আল্ খামেস

০৫-ডিসেম্বর, ২০১২

বায়তুর রশীদ মসজিদ, হামবুর্গ, জার্মানি

৫ ডিসেম্বর ২০১২ জার্মানির হামবুর্গের বায়তুর রশীদ মসজিদে এক ভিআইপি সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়, যাতে ৫ম খলীফাতুল মসীহ্ এবং আহমদীয়া মুসলিম জামা’তের বিশ্ব-প্রধান হযরত মির্যা মসরূর আহমদ (আই.) পশ্চিমা জগতে মুসলমানদের একাত্ম হওয়ার বিষয়ে মূল ভাষণ প্রদান করেন। উপস্থিত বিশিষ্ট অতিথি, শিক্ষাবিদ এবং পেশাজীবীদের মধ্যে ছিলেন হামবুর্গের সেকেন্ড লর্ড মেয়র গ্রীন পার্টির মিয. ক্রিস্টা গেস্চ, হামবুর্গ পুলিশের সভাপতি উল্ফগাং কোপিৎশ, হামবুর্গের সোশালিস্ট ডেমোক্র্যাটিক পার্টি ফর ইন্টেগ্রেশনের স্পীকার, প্রাদেশিক পরিষদের একজন সদস্য কাযিম আবাচি, জাতীয় পরিষদের সদস্য সেরকান তোরেন এবং হামবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে ড. খলীফা। এ উপলক্ষে আহমদীয়া মুসলিম জামা’তের বিশ্ব-প্রধান হুযূর আকদাসের প্রদত্ত ভাষণটির পূর্ণাঙ্গ অনুবাদ পেশ করা হল।

পুস্তক: বিশ্ব সঙ্কট ও শান্তির পথ – হযরত মির্যা মসরূর আহমদ (আই:) – খলীফাতুল মসীহ্‌ আল্‌ খামেস https://www.ahmadiyyabangla.org/books/world-crisis/