হযরত ঈসা (আ.) বনী ইসরাঈলের নবী

وَقَفَّيْنَا عَلَىٰ آثَارِهِم بِعِيسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ ۖ وَآتَيْنَاهُ الْإِنجِيلَ فِيهِ هُدًى وَنُورٌ وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَهُدًى وَمَوْعِظَةً لِّلْمُتَّقِينَ

অর্থ: আর আমরা মরিয়মের পুত্র ঈসাকে তার পূর্ববর্তী তওরাতে যা ছিল তার সত্যায়নকারী করে তাদের (পূর্ববর্তী নবীগণের) পদাঙ্ক অনুসরণে প্রেরণ করেছিলাম, আর তাকে ইনজীল প্রদান করেছিলাম যাতে হেদায়াত ও নূর ছিল এবং তা তার পূর্ববর্তী তওরাতে যা ছিল তার সত্যায়নকারী এবং মুত্তাকীদের জন্য হেদায়াত এবং উপদেশরস্বরূপ ছিল। (সূরা মায়েদা: ৪৭)

হযরত ঈসা (আ.): আল্লাহ্‌র এক নবীমাত্র


আহমদী মুসলমানদের অনন্যসাধারণ বিশ্বাস যে, ঈসা (আ.) ক্রুশ থেকে বেঁচে যান এবং বনী ইসরাঈলের হারানো গোত্রগুলোর মাঝে তার নবুওয়তের কাজ চালিয়ে যাওয়ার লক্ষ্যে ভারত অভিমুখে ভ্রমণ করেন। অধিকন্তু, তারা দাবি করেন যে, তাঁর কবর, যেখানে তাঁর মরদেহ রয়েছে, সেটি সম্প্রতি ভারতে পুনরাবিষ্কৃত হয়েছে, যা আজ পর্যন্ত পরিদর্শন করা যায়। আহমদী মুসলমানরা আরও বলেন যে, এই বিশ্বাস শুধু পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর হাদীস সম্মতই নয়, বরং এমনকি পবিত্র বাইবেলও এর সমর্থন করে।

ক্রুশীয় ঘটনার পূর্ববর্তী জীবন


আহমদী মুসলমানগণ বিশ্বাস করেন যে, ঈসা (আ.) আল্লাহ্‌র একজন নবী ছিলেন যিনি কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেন এবং হযরত মূসা (আ.)-এর ভবিষ্যদ্বাণী অনুসারে তিনি বনী ইসরাঈলীয়দের প্রতি মসীহ্ ছিলেন।


বিনা-পিতায় জন্ম : তাঁর নিদর্শনমূলক জন্মগ্রহণের বিষয়টি পবিত্র কুরআন সমর্থিত। আরও দেখুন

ঈশ্বরপুত্র : ঈসা (আ.) এই উপমা শুধুমাত্র তার নিজের জন্য ব্যবহার করেন নি, বরং এটি ব্যবহার করেছিলেন সকল বিশ্বাসীর জন্য। আরও দেখুন

তাঁর নিদর্শনাবলি : আল্লাহ্‌র অন্যান্য বহু নবী-রসূলের মতো তার সত্যতার একটি নিদর্শন। আরও দেখুন

তাঁর মিশন : বনী ইসরাঈলের বারটি গোত্রের মাঝে সীমাবদ্ধ, সমগ্র বিশ্বের জন্য নয়। আরও দেখুন

ক্রুশ থেকে মুক্তি


আহমদী মুসলমানগণ দাবি করেন যে, যীশু (আ.) ক্রুশীয় ঘটনা থেকে রক্ষা পান; কারণ, তাকে ক্রুশ থেকে নামানো হয়েছিল অচেতন অবস্থায়, মৃত অবস্থায় নয়।


যোনার চিহ্ন : যীশু ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, যোনা যেভাবে রক্ষা পেয়েছিল তিনিও সেভাবেই রক্ষা পাবেন। আরও দেখুন

রক্ত এবং পানি : বর্শার আঘাতে ক্ষত থেকে তীব্র বেগে ছিটকে বেরিয়ে আসে, যা হৃৎপিণ্ড সচল থাকার চিহ্ন/লক্ষণ। আরও দেখুন

গেথেসমেনে প্রার্থনা : ক্রুশে মৃত্যুবরণ করা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি প্রার্থনা করেছেন। আরও দেখুন

স্বল্প সময়কাল : ক্রুশে মৃত্যুর ক্ষেত্রে কয়েক দিন পর্যন্ত লাগে, কয়েক ঘণ্টা নয়। আরও দেখুন

পীলাতের গোপন পরিকল্পনা : যীশুর প্রতি সহানুভূতির কারণে তিনি তাকে রক্ষার জন্য পরিকল্পনা করলেন। আরও দেখুন

আরোগ্যকারী ভেষজ : জীবিতদের আরোগ্যের জন্য ব্যবহৃত, মৃতদেহ সংরক্ষণের জন্য প্রয়োগকৃত ভেষজ নয়। আরও দেখুন

পা ভাঙ্গা হয় নি : শ্বাস-প্রশ্বাস ব্যাহত হয়ে মৃত্যু ঘটা থেকে রক্ষা করেছে এটি। আরও দেখুন

তার অস্বীকৃতি : ভুত হওয়ার বিষয়ে, দৈহিক আঘাত ও ক্ষতচিহ্ন দেখিয়ে তিনি খাবার চান। আরও দেখুন

ক্রুশীয় ঘটনার পরবর্তী জীবন


ক্রুশ থেকে রক্ষা পাওয়ার পর যীশু ভারতের কাশ্মীর পর্যন্ত ভ্রমণ করেন এবং বনী ইসরাঈলের হারানো গোত্রগুলোর মাঝে প্রচারকাজ চালান। সেখানে আজও তার সমাধি পাওয়া যায়।


হারানো গোত্রগুলোর খোঁজ লাভ : যীশু ভারতে গমন করেন হারানো গোত্রগুলোর সন্ধানে। আরও দেখুন

যীশুর সমাধি : ভারতের কাশ্মীরে সম্প্রতি আবিষ্কৃত ও সংরক্ষিত হয়েছে। আরও দেখুন

সুপ্রাচীন লিপি : বৌদ্ধ ও হিন্দু ধর্মীয় গ্রন্থাবলী এই অঞ্চলে তার ভ্রমণ সুনিশ্চিত করে। আরও দেখুন

তাঁর চূড়ান্ত বিজয় : ক্রুশ থেকে রক্ষাপ্রাপ্ত হয়ে তিনি তার মিশন সুসম্পন্ন করেন। আরও দেখুন

পুস্তক