রোয়েদাদ জলসা দোয়া (দোয়ার উদ্দেশ্যে জলসার কার্য-বিবরণী)

হযরত মির্যা গোলাম আহ্‌মদ - প্রতিশ্রুত মসীহ্ ও ইমাম মাহ্‌দী (আ.)-এর লিখিত পুস্তকাবলী

হযরত ইমাম মাহদী ও মসীহ্ মওউদ (আ.) ১৯০০ সনের ২ ফেব্রুয়ারি ঈদুল ফিতরের দিনে কাদিয়ানে এক জলসার আয়োজন করেন এবং নামাযের পরে এক ঐতিহাসিক খুতবা দেন। এ খুতবাই ‘রোয়েদাদ জলসা দোয়া’ নামক পুস্তকে সন্নিবেশিত হয়েছে। উল্লেখ্য, ইংরেজ সরকার সে সময় ট্রান্সভাল নামে একটি ছোট রাজ্যের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। উপকারী সরকারের উপর স্বীকার করার উদ্দেশ্যে তাদের পক্ষে দোয়ার জন্যে এ জলসার আয়োজন। এটাকে বক্র দৃষ্টিতে দেখার কোন অবকাশ নেই। ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ হয়েই তিনি (আ.) এ কাজে প্রবৃত্ত হয়েছিলেন।

গুগল বই গুগল প্লে ডাউনলোড