মুসলিমের দৃষ্টিতে হিন্দু ধর্ম

আলহাজ্জ আহমদ তৌফিক চৌধুরী | জামা'তের বিভিন্ন বুজুর্গ ব্যক্তিবর্গের লিখিত পুস্তকাবলী

সূচীপত্র:
বর্তমান হিন্দুধর্ম কি

কথিত হিন্দুধর্ম ও ইসলাম

বৌদ্ধ ধর্ম প্রকৃত পক্ষে হিন্দু ধর্মেরই একটি শাখা

মুসলিমের দৃষ্টিতে কৃষ্ণ

বিবেকানন্দের দৃষ্টিতে ইসলাম

আহমদী জামা’তের প্রতিষ্ঠাতা বলেন:
“যদি কোন প্রতিবেশী হিন্দুর ঘরে আগুন লাগে আর সে যদি নির্বাপিত করিতে সচেষ্ট না হয় তাহা হইলে আমি সত্য সত্যই বলিতেছি , সে আমার সম্প্রদায়ভুক্ত নয়।”
যদি আমার কোন শিষ্য দেখে যে, কোন খৃষ্টানকে কেউ হত্যা করিতে চায় আর সে যদি তাহা প্রতিরােধ না করে তাহা হইলে আমি স্পষ্ট বলিতেছি যে, সে আমার সম্প্রদায়ভুক্ত নয়”।
(সিরাজুম মুনীর, ২৮ পৃঃ)

গুগল বই গুগল প্লে ডাউনলোড