মহা সুসংবাদ

মৌলভী আহসান উল্লাহ্‌ সিকদার | জামা'তের বিভিন্ন বুজুর্গ ব্যক্তিবর্গের লিখিত পুস্তকাবলী

আপনি কেন পুস্তিকাটি পড়বেন? 

আল্লাহ্ ও রসূল এবং ইহকাল ও পরকাল সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে এ পুস্তিকায় । মুসলমান মাত্রেরই জানা থাকার কথা যে, সাইয়্যেদনা ও মাওলানা হযরত মুহাম্মদ (সা. ) বলেছেন:

নিশ্চয় আল্লাহ্ তা’লা প্রত্যেক শতাব্দীর শিরোভাগে এ উম্মতের জন্য এমন মহাপুরুষকে আবির্ভূত করবেন, যিনি তাদের জন্য ধর্মকে সঞ্জীবিত করবেন। (আবুদাউদ, মিশকাত)

এই হাদীসও সম্ভবতঃ সকলেই জানেন ‘যে ব্যক্তি যুগ-ইমাম ছাড়া অর্থাৎ যামানার ইমামকে না মেনে মারা যাবে সে অজ্ঞতার (জাহেলিয়াতের) মৃত্যুবরণ করবে।’ (মুসনাদ আহমদবিন হাম্বল)

মুসলিম উম্মাহ্র আলেমদের প্রায় সকলেই হিজরী ত্রয়োদশ শতাব্দী (তের শতাব্দী) পর্যন্ত আগমনকারী যুগ-ইমামগণের উল্লেখ করে থাকেন। কিন্তু হিজরী চৌদ্দ শতাব্দীতে কোন যুগ-ইমামের আগমন হয়েছে কিনা সে কথা তাঁরা বলতে চান না বা স্বীকার করতে চান না। এক্ষেত্রে প্রশ্ন দেখা দেয় যে, মহানবী (সা.)-এর পবিত্র হাদীসের যে ভবিষ্যদ্বাণী বিগত তেরশত বছর যাবৎ ধারাবাহিকভাবে পূর্ণ হয়ে এসেছে, তা কি চৌদ্দ শতাব্দীতে এসে সহসাই অকেজো হয়ে গেল?

আমাদের কথা হলো- হয় নি, হতে পারে না। আকাশ- পাতাল ওলট- পালট হতে পারে, চন্দ্র-সূর্যের আলো দান বন্ধ হতে পারে, কিন্তু মহানবী (সা.)-এর কথা রদ হতে পারে না, তাঁর ভবিষ্যদ্বাণীর পূর্ণতা বন্ধ হতে পারে না। কেননা আল্লাহ্র রসূল (সা. ) আল্লাহ্র নির্দেশেই কথা বলতেন । তাই, আমরা বিশ্বাস করি এবং আল্লাহ্ ফযলে আমরা জানি যে, হিজরী চৌদ্দ শতাব্দীতেও রসূল পাক (সা.)-এর সেই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছে এবং পূর্বের চেয়ে অধিক শক্তিশালীভাবে পূর্ণ হয়েছে যা মানব জাতির জন্য অধিকতর তাৎপর্যবহ এবং চৌদ্দ শতকের সেই যুগ-ইমাম মুজাদ্দিদের শুভাগমন সংক্রান্ত মহা-সুসংবাদ সংক্ষেপে পরিবেশন করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এ পুস্তিকাতে আমরা এ সুসংবাদ পরিবেশন করেছি যে, রসূল পাক হযরত মুহাম্মদ (সা.) আখেরী যামানার সেই যুগ-ইমামকে প্রতিশ্রুত মসীহ্ ও মাহ্দী উপাধিতে ভূষিত করেছেন এবং তাকে মান্য করার জন্য জোর তাকিদ দিয়েছেন। আমরা আশা করব, সুধী পাঠক-পাঠিকা আল্লাহর ওয়াস্তে বিষয়গুলি খোলা মন দিয়ে চিন্তা করবেন । প্রচলিত সংস্কার ও রক্ষণশীলতা পরিহার করে ন্যায়পরায়ণতা, সত্যনিষ্ঠা, ধৈর্য এবং তাকওয়া বা খোদা-ভীতি সহকারে বিষয়টির উপরে গভীরভাবে মনোনিবেশ করবেন।

গুগল বই গুগল প্লে ডাউনলোড