লেকচার লুধিয়ানা

হযরত মির্যা গোলাম আহ্‌মদ - প্রতিশ্রুত মসীহ্ ও ইমাম মাহ্‌দী (আ.)-এর লিখিত পুস্তকাবলী

হযরত মির্যা গোলাম আহমদ (আ.) বক্তৃতাটি ১৯০৫ সালের ৪ঠা নভেম্বরে তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত লুধিয়ানা শহরে হাজার হাজার শ্রোতার উপস্থিতিতে উর্দু ভাষায় প্রদান করেন। তাঁর এ বক্তৃতাটি ‘লেকচার লুধিয়ানা’ নামে পুস্তকাকারে প্রকাশ করা হয়। তিনি এ বক্তৃতায় ঈসা (আঃ)-এর মৃত্যু সম্পর্কে কুরআন, সুন্নাহ, ইজমা ও ইতিহাসের তথ্যের ভিত্তিতে জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করেন, তাছাড়া এ বক্তৃতায় তিনি আল্লাহ্‌ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত ইলহামের ভিত্তিতে ইসলামের বিশ্ব-বিজয়ের শুভ সংবাদ দেন।