দেশবিরোধী ষড়যন্ত্রের নীলনকশা

জামা'তের বিভিন্ন বুজুর্গ ব্যক্তিবর্গের লিখিত পুস্তকাবলী

পঞ্চগড়ে আহমদীদের উপর আক্রমণ: একটি সুদূর প্রসারী দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ
পঞ্চগড়ের আহমদনগরে আহমদীয়া মুসলিম জামা’তের ৯৮তম সালানা জলসাকে (বার্ষিক সম্মেলন) কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনা প্রবাহ মূলত একটি সুদূর প্রসারী এবং দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ। বিষয়টি একটু গভীরে গিয়ে বিশ্লেষন করলেই তা পরিষ্কার হয়ে যাবে। তবে তার আগে সেদিনগুলোর ঘটনা প্রবাহের সংক্ষিপ্ত বর্ণনা দেয়া যাক। আমরা জানি যে, গত ৩, ৪ ও ৫ মার্চ, ২০২৩ পঞ্চগড়ের আহমদনগরে আহমদীয়া মুসলিম জামা’তের ৯৮তম সালানা জলসাকে (বার্ষিক সম্মেলন) কেন্দ্র করে ‘খতমে নবুয়ত’ সংগঠনের উষ্কানি ও নেতৃত্বে একদল উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী গত ২ থেকে ৪ মার্চ পর্যন্ত আহমদীয়া সদস্য অধ্যুষিত আহমদনগর, শালশিড়ি এবং সোনাচান্দি গ্রামের আহমদী মুসলমানদের ১৮৬ টি বাড়িঘরে আক্রমণ, লুটতরাজ, ভাংচুর এবং অগিড়ব সংযোগ করে। তারা আমাদের জলসা গাহে আক্রমণ করে, আমাদের একজন সদস্যকে হত্যা এবং ৮৫ জনকে গুরুতর আহত করা সহ আরো অনেককে আহত করে। তাছাড়া আহমদীদের ৩০টি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান লুট, ভাংচুর এবং অনেক জায়গায় অগিড়বসংযোগ করে। সার্বিক আর্থিক ক্ষতি প্রায় ১১ কোটি টাকা। ঘটনার পর থেকেই বাংলাদেশের সচেতন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে প্রচার করেছে এবং সুশীল সমাজ প্রতিবাদ জানিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, উক্ত এলাকায় প্রায় তিন হাজার আহমদী মুসলমানের বাস যারা পঞ্চাশের দশক থেকে সেখানে শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করে আসছিলেন।
বিস্তারিত পড়ুন:

গুগল বই গুগল প্লে ডাউনলোড