বারাহীনে আহমদীয়া – ১ম ও ২য় খণ্ড

হযরত মির্যা গোলাম আহ্‌মদ - প্রতিশ্রুত মসীহ্ ও ইমাম মাহ্‌দী (আ.)-এর লিখিত পুস্তকাবলী

প্রতিশ্রুত মসীহ্‌ ও ইমাম মাহ্‌দী, হযরত মির্যা গোলাম আহমদ কাদীয়ানী (আ.)-এর প্রকাশিত প্রথম পুস্তক। এই পুস্তকটি আল-কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নবুয়্যতের সত্যতার স্বপক্ষে অকাট্য যুক্তি-প্রমাণে সমৃদ্ধ এবং অন্যান্য সকল ধর্ম-বিশ্বাসের উপর ইসলামের সত্যতা ও শ্রেষ্ঠত্বের অখণ্ডনীয় যুক্তিনির্ভর দলিলে পরিপুষ্ট। পুস্তকটির পুরো নাম – “আলবারাহীনুল আহমদীয়াহ্‌ আলা হাক্কাইয়্যতে কিতাবিল্লাহীল কুরআনে ওয়ান নবুয়্যাতীল মুহাম্মদীয়াহ্‌” অর্থাৎ আল্লাহ্‌র পবিত্র বাণী আল-কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সত্যতার স্বপক্ষে উৎকৃষ্ট প্রমাণাদি ও অকাট্য যুক্তি। এটি হযরত মুহাম্মদ (সা.)-এর চিরস্থায়ী নবুয়্যতের সত্যতা আর ইসলামের অনিন্দ্য সৌন্দর্য প্রতিষ্ঠার অকাট্য দলীলে সমৃদ্ধ এক পুস্তক।