বয়আতের শর্তসমূহ এবং একজন আহমদীর দায়িত্ব ও কর্তব্য

হযরত মির্যা মসরূর আহমদ - খলীফাতুল মসীহ্‌ আল্‌ খামেস (আই.)-এর লিখিত পুস্তকাবলী

আমাদের প্রতি আল্লাহ্ তা’লার অশেষ কৃপা ও অনুগ্রহ যে, তিনি আমাদেরকে মহানবী (সা.)-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী আবির্ভূত মসীহ্ মওউদ ও ইমাম মাহদী হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.)-কে শনাক্ত করে মেনে নেবার সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ্! হযরত আকদাস মসীহ্ মওউদ (আ.) আল্লাহ্ তা’লার পক্ষ থেকে বয়আত নেয়ার জন্য আদিষ্ট হলে বয়আত গ্রহণকারীদের উদ্দেশ্যে ১০টি শর্ত নির্ধারণ করে ১২ জানুয়ারি ১৮৮৯ খ্রিষ্টাব্দে তিনি “তকমীলে তবলীগ’ নামে একটি বিজ্ঞাপন প্রকাশ করেন।

আমীরুল মু’মিনীন, হযরত মির্যা মসরূর আহমদ খলীফাতুল মসীহ্ আল খামেস (আই.) আমাদের কল্যাণার্থে বয়আতের শর্তসমূহ পালনে পথনির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য, ভাষণ আর খুতবা প্রদান করে এগুলোর তত্ত্ব ও মাহাত্ম্য সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করেছেন। বয়আতের শর্ত অনুধাবন ও প্রতিপালন যাতে সহজসাধ্য হয় এজন্য তিনি পবিত্র কুরআন, হাদীস, হযরত মসীহ্ মওউদ (আ.)-এর উদ্ধৃতিসমূহ অতি সুন্দর, প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী ভাষায় আমাদের বুঝিয়েছেন। আমরা যারা ইমাম মাহদী (আ.) বা তার খলীফার নিকট বয়আত গ্রহণ করি তারা এই শর্তগুলো পড়ে থাকি, যা থেকে সাধারণভাবে এর অর্থ বুঝতে পারি ঠিকই কিন্তু এর যে তত্ত্ব ও মাহাত্ম্য রয়েছে তা অনুভব করতে পারি না। অথচ আমরা যদি এর মাহাত্ম্য অনুভব করতে পারি, তাহলে এই শর্তগুলো প্রতিপালনে আমাদের ঐকান্তিকতা, আগ্রহ এবং ইচ্ছাশক্তি আরো বেশি বেগবান হয়ে যাবে।
পুস্তকটি প্রত্যেক আহমদীর জন্য একটি ‘গাইড বুক’ বিশেষ। হুযুর (আই.)-এর মমতামাখা এ পুস্তকটি থেকে উপকৃত হতে আমাদের সকলের প্রচেষ্টারত থাকা উচিত।

গুগল বই গুগল প্লে ডাউনলোড