আত্মহত্যা ইসলামে নিষিদ্ধ
পবিত্র কুরআনে আল্লাহ্ বলেন,
‘… এবং তোমরা নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয় আল্লাহ্ তোমাদের প্রতি পরম দয়াময়।’ (৪:৩০)
আরেক স্থানে উল্লেখ আছে –
‘আত্মহত্যা করবে না এবং স্বহস্তে স্বীয় মৃত্যুর কারণ হবে না।’ (২: ১৯৬)
এই ব্যাপারে হাদীসে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, হযরত রাসূল করীম (সা.) বলেছেন,
‘তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে। কেননা সে যদি সৎ লোক হয়, তবে সম্ভবত: তার নেক আমল বেড়ে যাবে। কিংবা যদি সে গুণাহ্গার হয় তবে তওবার মাধ্যমে হয়তো আল্লাহ্র সন্তুষ্টি লাভ করতে পারবে।’ (বুখারী)
হযরত ইমাম মাহদী (আ.) এ প্রসঙ্গে বলেন,
‘যদি তারা সন্তুষ্ট থাকত এবং সন্তোষজনক অবস্থায় থাকত, তারা কখনও আত্মহত্যা করত না। একজন বিশ্বাসী কখনও আত্মহত্যা করে না।’ (মলফুযাত, ৩য় খণ্ড)
সৌজন্য: পাক্ষিক আহ্মদী ১৫ই ডিসেম্বর, ২০১৩ইং সংখ্যা