ইমাম মাহ্‌দী (আ.)-এর আগমন

আলহাজ্জ ড. তারিক সাইফুল ইসলাম

ইমাম মাহ্‌দী (আ.)-এর আগমনের কথা বললে অনেকেই এই অভিমত ব্যক্ত করেন,

এই অভিমত দু’টির আলোচনা করাই প্রবন্ধের মূল উদ্দেশ্য।

বিশ্লেষণ পদ্ধতি

আমার এই প্রবন্ধে ইমাম মাহ্‌দী (আ.)-এর আগমন সম্পর্কে কয়েকটি মূল বিষয় আলোচনা করেছি। এগুলো হলো:

উপরোক্ত বিষয়গুলো আলোচনা করার সময় আমরা আহ্‌মদীয়া মুসলিম জামাতের সদস্য নন এমন বিজ্ঞ আলেমগণের এবং আহ্‌মদীয়া মুসলিম জামাতের বাইরে থেকে প্রকাশিত বিভিন্ন ইসলামী প্রকাশনার উদ্ধৃতি দিয়েছি। উদ্দেশ্য এটি প্রদর্শন করা যে, ইমাম মাহ্‌দী (আ.)-এর আগমনের বিষয়টি শুধু আহ্‌মদীয়া মুসলিম জামা’ত নয়, এই জামাতের বাইরের বিজ্ঞ আলেমগণও ব্যাপকভাবে আলোচনা করছেন।

প্রবন্ধে অন্যান্য আলেমগণের উদ্ধৃতিগুলোর ভাষা সব স্থানে সঠিক মনে না হলেও আমরা এর পরিবর্তন করিনি। যেখানে আমরা আমাদের ব্যাখ্যা দিয়েছি তা বন্ধনীর মধ্যে দেয়া হয়েছে। এছাড়া প্রবন্ধের শেষে আমরা আমাদের অভিমত দিয়েছি। তবে এর যথার্থতা বিচার করার ভার পাঠকের ওপর ছেড়ে দিয়েছি।

১। ইমাম মাহ্‌দী (আ.) যে আসবেন এটা কি নিশ্চিত?

২। ইমাম মাহ্‌দী (আ.)-এর আগমন হলে তাকে কি মান্য করতে হবে?

৩। ইমাম মাহ্‌দী (আ.) কখন আসবেন?

৪। ইমাম মাহ্‌দী (আ.)-এর আবির্ভাবের কয়েকটি লক্ষণ

৫। ইমাম মাহ্‌দী এসে গেছেন: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণের ঘোষণা

মাসিক মদীনার বিজ্ঞ লেখক বেশ কয়েকজন ইসলামী বিশিষ্ট চিন্তাবিদের কথা বলেছেন যারা ঘোষণা করেছেন, ইমাম মাহ্‌দী (আ.)-এর জন্ম হয়ে গেছে বা তাঁর আগমন অতি নিকটে। এই ঘোষণাগুলো নিম্নরূপ:

৬। ইমাম মাহ্‌দী (আ.)- কোন্ এলাকায় আসবেন

৭। ইমাম মাহ্‌দী (আ.)-এর নাম কি হবে

৮। ইমাম মাহ্‌দী (আ.)-কে মানার জন্য উদাত্ত আহবান

৯। চতুর্দশ হিজরী শতাব্দীতে ইমাম মাহ্‌দী (আ.) হওয়ার দাবীদার

উপসংহার

বুযুর্গানে দীনের অভিমত অনুসারে ত্রয়োদশ বা চতুর্দশ হিজরী শতাব্দীতে ইমাম মাহ্‌দী (আ.)-এর আগমন হওয়ার কথা। যেহেতু এখন চতুর্দশ শতাব্দী পার হয়ে পঞ্চদশ হিজরীরও ছাব্বিশ বছর অতিবাহিত হয়েছে সেহেতু সবার কাছে একটি বড় প্রশ্ন, ত্রয়োদশ বা চতুর্দশ হিজরী শতাব্দীতে প্রতিশ্রুত ইমাম মাহ্‌দী (আ.) হওয়ার দাবীদার কে এবং তাঁর সত্যতা কিভাবে যাচাই করা যায়?

উপরোক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে, ইমাম মাহ্‌দী (আ.) অবশ্যই আসবেন, তিনি এলে তাঁকে মানতে হবে, তিনি ত্রয়োদশ বা চতুর্দশ হিজরী শতাব্দীতে আসবেন, তিনি পূর্বাঞ্চলে আসবেন এবং তাঁর নাম ‘আহমদ’ হবে। আরব ভূমিতে পানি সেচের মাধ্যমে চাষ হবে এবং খনিজ পদার্থ আবিষ্কারের ফলে আরববাসীদের আর্থিক অবস্থার অসাধারণ উন্নতি হবে।

যেহেতু এখন ১৪২৮ হিজরী সন চলছে, অর্থাৎ এটা পঞ্চদশ হিজরী, সেহেতু চতুর্দশ হিজরী শতাব্দীতে ইমাম মাহ্‌দী হওয়ার দাবীদার হযরত মির্যা গোলাম আহমদ (আ.)-কে মান্য করা উচিত। যাঁরা হযরত মির্যা গোলাম আহমদ (আ.)-এর দাবী মানতে অস্বীকার করেন তাঁদের কাছে আমাদের আহ্বান তাঁরা যেন ত্রয়োদশ বা চতুর্দশ হিজরী শতাব্দীর প্রত্যাশিত ইমাম মাহ্‌দী (আ.)-কে উপস্থিত করেন।

পাক্ষিক আহ্‌মদী - ৩১শে জানুয়ারী ২০০৭