ভন্ড ও প্রতারক আখ্যাদানকারীদের প্রতি হযরত ইমাম মাহদী (আ.)-এর জবাব


হযরত ইমাম মাহদী ও প্রতিশ্রুত মসীহ্ (আ.) বলেছেন: “হে ভাই সকল! আমি মহা সম্মানিত আল্লাহর পক্ষ থেকে ইলহামপ্রাপ্ত। ওলীদের জ্ঞান-ভান্ডার (ইলমে লাদুন্নী) থেকে আমাকে জ্ঞান দান করা হয়েছে। আবার, এই উম্মতের ধর্ম সংস্কারের লক্ষ্যে, মীমাংসাকারীরূপে এদের মত-বিরোধের নিষ্পত্তি করার জন্য, ক্রুশীয় মতবাদকে ঐশী নিদর্শনাদির সাহায্যে ধ্বংস করতে আর খোদা-প্রদত্ত ক্ষমতা দ্বারা জগতে একটি পবিত্র পরিবর্তন সৃষ্টি করার উদ্দেশ্যে আমাকে শতাব্দীর শিরোভাগে আবির্ভূত করা হয়েছে। সুস্পষ্ট ইলহাম ও সত্য ওহী দ্বারা আল্লাহ তা’লা আমাকে ‘মসীহ মওউদ’ আর ‘প্রতিশ্রুত মাহদী’ নামে সম্বোধন করেছেন। আমি ভন্ড বা প্রতারকদের অন্তর্ভুক্ত নই, আমি মিথ্যাচারীও নই, মানুষকে বিপথে পরিচালনাকারীও নই।” (‘নাজমুল হুদা’ পুস্তক, রূহানী খাজায়েন, ১৪শ খন্ড,পৃ: ৫৯)