বাহাত্তর দল মিলে একদলকে কাফের ঘোষণা। (৭২)+(১)


মহানবী (সা.) তিহাত্তর দলের মাঝে একদলকে জান্নাতি আর বাহাত্তরকে জাহান্নামী আক্ষা দিয়েছেন।

নাওয়ায়ে ওয়াকত, ৬ অক্টোবর, ১৯৭৪: ৭২ ফিরকা মিলে কাফের ঘোষণা

উম্মতের ইজমা: উম্মতের মত
এই সিদ্ধান্তের একটি বিশেষ গুরুত্বের দিক হল, এই বিষয়টিতে উম্মতের সম্মিলিত ইজমা সঠিকভাবে এমন হয়েছে। ইসলামের গোটা ইতিহাসে এমন সম্মিলিতভাবে কখনও কোন ইজমা হয় নি। এই ইজমায় দেশের বড় বড় আলেমে দীন, বিভিন্ন মত ও পথের অধিকারীরা ছাড়া সকল রাজনৈতিক নেতৃবর্গ এবং প্রত্যেক দলের নেতা সুফিয়ানে কেরাম, আরেফীন বিল্লাহ, বরেণ্যগণ সবাই পূর্ণ ঐক্যমত। কাদিয়ানীদের ফিরকা ব্যতীত যে ৭২ ফিরকা মুসলমান্দের আহ্বান জানানো হয়েছে তাদের সবাই এই বিষয়ে একমত। – নাওয়ায়ে ওয়াকত, ৬ অক্টোবর ১৯৭৪