অমুসলিম আখ্যাদানকারীদের প্রতি হযরত ইমাম মাহদী (আ.)-এর জবাব


হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী, প্রতিশ্রুত মসীহ ও মাহদী (আ.) বলেছেন,

“আমি সত্য বলছি এবং খোদা তা’লার কসম খেয়ে বলছি, আমি এবং আমার জামা’ত মুসলমান। এ জামা’ত মহানবী সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লাম ও কুরআন করীমের প্রতি ঠিক সেভাবেই ঈমান রাখে যেভাবে একজন সত্যিকার মুসলমানের ঈমান রাখা উচিত। ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ পদস্খলনকে আমি ধ্বংসের কারণ বলে বিশ্বাস করি। আমার বিশ্বাস হলো, এক ব্যক্তি যত কল্যাণ ও বরকত লাভ করতে পারে যতটা আল্লাহ তা’লার নৈকট্য অর্জনে সক্ষম শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লামের সত্যিকার আনুগত্য ও পূর্ণ প্রেমের মাধ্যমেই সে তা লাভ করতে পারে, তা না হলে নয়। তাঁকে (সা.) বাদ দিয়ে এখন পূণ্যের আর কোন পথ নেই।” (লেকচার লুধিয়ানা, পৃ:১২, মলফুযাত অষ্টম খন্ড, পৃ:২২৪-২২৫)