আহমদীরা কি কাফের?
হযরত ইমাম মাহদী ও প্রতিশ্রুত মসীহ্ (আ.) স্পষ্ট ভাষায় বলেছেন:
“আমরা মুসলমান। এক-অদ্বিতীয় খোদা তা’লার প্রতি ঈমান রাখি এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার প্রতি আমরা বিশ্বাসী। আমরা কুরআনকে খোদার কিতাব এবং তাঁর রসূল খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে মানি। আমরা ফিরিশতা, কিয়ামত দিবস, জান্নাত ও জাহান্নামে বিশ্বাসী। আমরা নামায পড়ি ও রোযা রাখি এবং কিবলামুখী হই। যা-ই আল্লাহ ও রসূল (সা.) ‘হারাম’ (নিষিদ্ধ) আখ্যা দিয়েছেন সেগুলোকে হারাম জ্ঞান করি এবং যা-ই ‘হালাল’ করেছেন সেগুলোকে হালাল আখ্যা দেই। আমরা শরীয়তে কোন কিছু সংযোজনও করি না, বিয়োজনও করি না এবং এক বিন্দু পরিমাণও কম-বেশি করি না। আমরা রসূলুল্লাহ (সা.) এর মাধ্যমে যা-ই পেয়েছি- আমরা এর হিকমত বুঝি বা না বুঝি কিংবা এর অন্তর্নিহিত তত্ত্ব নাইবা উদ্ধার করতে পারি আমরা তা গ্রহণ করি। আমরা আল্লাহর ফযলে বিশ্বাসী, একত্ববাদী মুসলমান।” (নুরুল হক পুস্তক প্রথম খন্ড, পৃ:৫)
অন্যান্য উত্তর
- কাফের আখ্যা দেয়ার ফেতনা এবং আহমদীদের হত্যা করার ফতওয়া
- গালি দেয়া এবং কটু ভাষা প্রয়োগকারীদের প্রতি হযরত ইমাম মাহদী (আ.)-এর জবাব
- ধ্বংস কামনাকারীদের প্রতি হযরত ইমাম মাহদী (আ.)-এর সাবধানবাণী
- ভন্ড ও প্রতারক আখ্যাদানকারীদের প্রতি হযরত ইমাম মাহদী (আ.)-এর জবাব
- আহমদীরা কি কাফের?
- গালি এবং কাফের আখ্যাদানকারীদের প্রতি হযরত ইমাম মাহদী (আ.)-এর আহ্বান
- অমুসলিম আখ্যাদানকারীদের প্রতি হযরত ইমাম মাহদী (আ.)-এর জবাব
- কাফের আখ্যাদানকারীদের প্রতি হযরত ইমাম মাহদী (আ.)-এর জবাব