আপত্তি: মির্যা সাহেব রেশমী লুঙ্গি পরিধান করেছিলেন যা হারাম


আপত্তিঃ মির্যা সাহেব রেশমী লুঙ্গি পরিধান করেছিলেন। অথচ এটি পরিধান করা হারাম।

জবাবঃ হযরত মসীহ মওউদ (আ.) এর পুত্র হযরত মির্যা বশির আহমদ সাহেব বলেন, “আমার মা বলেন, হযরত মসীহ মওউদ (আ.) সাধারণত রেশমী লুঙ্গি পরিধান করতেন। কেননা তিনি ঘন ঘন প্রসাব করতে হত। এজন্য রেশমী লুঙ্গি পরিধান করতেন যেন খুলতে সহজ হয় এবং গিট লেগে গেলেও খুলতে যেন সময় না লাগে। সুতি লুঙ্গিতে কখনও কখনও তার গিট লেগে যেত, তখন তার অনেক কষ্ট হত।” (সীরাতুল মাহদী, প্রথম খন্ড)

এটি স্পষ্ট হওয়া উচিত, অসুস্থতার সময় রেশমী কাপড় পরিধান করা হারাম নয়। রসূলুল্লাহ (সা.) অসুস্থতার সময় রেশমী কাপড় পরিধানের অনুমতি দিয়েছেন।

হাদিসে আছে, নবী করীম (সা.) হযরত যুবায়ের এবং হযরত আব্দুর রহমান (রা.) কে চুলকানী রোগের কারণে রেশমী কাপড় পরিধানের অনুমতি দিয়েছেন।

অতএব, মসীহ মওউদ (আ.) যেহেতু অসুস্থতার সময় এটি পরিধান করেছেন তাই এখানে আপত্তির কোন সুযোগ নাই।

অন্যান্য উত্তর